আজ, বুধবার মহালয়া। দেবীপক্ষের সূচনা। ফলে আজ থেকেই দফায় দফায় কলকাতার একাধিক দুর্গাপুজোর উদ্বোধন শুরু করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিকেল ৩টে নাগাদ নজরুল মঞ্চে তাঁর একটি কর্মসূচি রয়েছে। তার পর বিকেল ৪টে থেকে একের পর এক পুজো উদ্বোধন করবেন মমতা। প্রথমে তিনি যাবেন নাকতলা উদয়ন সঙ্ঘে। তার পর সেখান থেকে যাবেন সেলিমপুর পল্লির পুজো উদ্বোধন করতে। বিকেল ৫টা নাগাদ মুখ্যমন্ত্রী যেতে পারেন বাবুবাগান এবং তার পর ৯৫ পল্লির পুজোতে। সেখান হয়ে তাঁর যাওয়ার কথা যোধপুর পার্ক। অবশেষে সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ চেতলা অগ্রণীর পুজো উদ্বোধনে যাবেন মমতা। ওই পুজোটি রাজ্যের মন্ত্রী ফিরহাদ (ববি) হাকিমের পুজো নামে পরিচিত। সেখানে প্রতি বছরের ন্যায় এ বছরও প্রতিমার চোখ আঁকার কথা মুখ্যমন্ত্রীর। ফলে আজ নজর থাকবে মমতার ওই পুজো উদ্বোধনগুলির দিকে।
সোমবার পদার্থবিজ্ঞানে নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। ওই বিষয়ে যৌথ ভাবে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। আজ রসায়নে নোবেল জয়ীদের নাম ঘোষণা হওয়ার কথা। বিকেল সাড়ে ৩টে নাগাদ পুরস্কার অনুষ্ঠানটি রয়েছে। কারা কারা পেলেন বিশ্বের সবথেকে বড় এই পুরস্কার আজ সে দিকে নজর থাকবে।