প্রত্যন্ত গ্রামেও বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্র ও রাজ্য দুই স্তরেই জোর তৎপরতা চলেছে কয়েক বছর ধরে। কিন্তু তাতে বাধা আসছে কোথাও কোথাও। এমনই একটি ঘটনায় বাধাদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত।
এক গৃহস্থের বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজে বাধা দিচ্ছিলেন তাঁদের এলাকার কয়েক জন। উস্তির নরহরিপুরের ওই ঘটনায় সেখানকার ছয় বাসিন্দাকে বৃহস্পতিবার দিনভর পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। সেই নির্দেশ পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ওই ছ’জনকে নিজেদের হেফাজতে নেন উস্তি থানার ওসি। ওই নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে বিচারপতি মান্থা জানিয়ে দেন, দ্বিতীয় বার রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার কর্মীদের বাধা দেওয়া হলে তিনি ওই ছ’জনকে জেলে পুরে রাখার নির্দেশ দিতে দ্বিধা করবেন না।
বিদ্যুৎ বণ্টন সংস্থার আইনজীবী সুজিতশঙ্কর কোলে শুক্রবার জানান, নরহরিপুরের বাসিন্দা তপনকুমার বেনিয়া নিজের বাড়িতে বিদ্যুৎ-সংযোগ চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু আমজনতার ব্যবহার্য জমিতে বিদ্যুতের খুঁটি পুঁততে দিতে রাজি হননি এলাকার বাসিন্দাদের একাংশ। উপায় না-দেখে হাইকোর্টের দ্বারস্থ হন তপনবাবু। গত বছরের ২৯ জানুয়ারি প্রাক্তন বিচারপতি নাদিরা পাথেরিয়া বণ্টন সংস্থার আমতলার স্টেশন ম্যানেজারকে নির্দেশ দেন, তপনবাবুর বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিতে হবে।