জাতীয় সড়কে আলাদা দু’টি দুর্ঘটনায় প্রাণ হারালেন সাত জন। রবিবার সকালে দুর্গাপুরে ২ নম্বর জাতীয় সড়কে ও বিকেলে উলুবেড়িয়ায় ৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা দু’টি ঘটে।
রাস্তা সম্প্রসারণের কাজ চলায় দুর্গাপুরে মুচিপাড়া মোড়ের কাছে চার লেনের জাতীয় সড়ক এখন কার্যত দুই লেনে পরিণত হয়েছে। এ দিন সকাল পৌনে ৮টা নাগাদ দুর্গাপুর স্টেশন রোড থেকে ওই মোড়ে জাতীয় সড়কে উঠছিল একটি ট্যাঙ্কার। তখনই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। রাস্তার পাশে মাছ-সব্জি নিয়ে বসেছিলেন কয়েক জন বিক্রেতা। বাস ধরার জন্য দাঁড়িয়েছিলেন কয়েক জন। তিন জন ট্যাঙ্কারের তলায় চাপা পড়ে যান। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। আহত দু’জন হাসপাতালে ভর্তি। দুর্ঘটনার পরে জাতীয় সড়কে যানজট হয়।
বিকেলে উলুবেড়িয়ার তুলসীবেড়িয়া মোড়ের কাছে মুম্বই রোডে একটি ট্যাক্সি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পাঁচিলে ধাক্কা মারায় মৃত্যু হয় চার জনের। হাওড়ার বাসিন্দা ছ’জন ট্যাক্সিচালক সকালে ট্যাক্সিতে চড়ে কোলাঘাটে গিয়েছিলেন। খাওয়া-দাওয়া সেরে বিকেলে ফিরছিলেন তাঁরা। তখনই দুর্ঘটনাটি ঘটে। আহতদের উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চার জনকে মৃত বলে জানানো হয়।