ঘরে খাট নেই। মেঝেই বিছানা পাতা হয়েছিল। এক ধারে, মা শুয়েছিলেন। অন্য ধারে, বাবা। মাঝে তিন শিশু। দুই মেয়ে এবং এক ছেলে। ভোরে ঘুম ভাঙতেই মা দেখলেন, সবচেয়ে ছোট যে, সেই দেড় বছরের মেয়েটি উধাও! তন্নতন্ন করে গোটা ঘর, বাড়ির আশপাশের এলাকায় খুঁজেও তাকে পেলেন না মা-বাবা।
বৃহস্পতিবার সকালে বাঁকুড়া সদর থানা এলাকার সানবাঁধা গ্রাম পঞ্চায়েতের বগা গ্রামে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশও এসে তল্লাশি শুরু করে এলাকায়। কিন্তু এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত ওই শিশুকন্যার খোঁজ মেলেনি।
এমনিতেই গরম। তার উপর ঘন ঘন লো়ডশেডিং। বাধ্য হয়েই দরজা খোলা রেখে রাতে ছেলেমেয়েদের নিয়ে শুয়েছিলেন বাবা প্রশান্ত বাউরি এবং মা মুন্নি বাউরি। প্রশান্ত পেশায় দিনমজুর। দম্পতি জানান, ভোর ৪টে নাগাদ ঘুম ভাঙতেই তাঁরা দেখেন, ছোট মেয়েটা বিছানায় নেই। দেখেই চিৎকার করে উঠেছিলেন মা। ওই চিৎকার-চেঁচামেচিতে পাড়ার লোকেদেরও ঘুম ভাঙে। প্রশান্তদের বাড়িতে ছুটে যান তাঁরা। এর পর সকলে মিলেই খোঁজাখুঁজি শুরু করেন এলাকায়।
প্রশান্ত বলেন, ‘‘প্রচণ্ড গরম ছিল। তাই দরজা খোলা রেখে শুয়েছিলাম। এই সুযোগেই কেউ আমাদের মেয়েকে তুলে নিয়ে গিয়েছে।’’ মেয়েকে হারিয়ে কেঁদেই চলেছেন মুন্নি। বলেন, ‘‘অনেক রাতে ছোট মেয়ে ঘুম থেকে উঠে পড়েছিল। আমি দুধ খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিই। কে আমার মেয়েকে নিয়ে গেল? আমাদের সঙ্গে কারও শত্রুতাও নেই!’’
সকাল থেকেই এলাকায় পুলিশ কুকুর এনে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। সমস্ত দিক খোলা রেখেই তদন্ত শুরু হয়েছে। আশা করি খুব দ্রুত সত্য সামনে আসবে।’’