অফিস টাইম। চূড়ান্ত ব্যস্ত হাওড়া স্টেশন। তার মধ্যেই চোখ কপালে উঠল সকলের! ব্যাপারটা কী? দেখা গেল, বাড়ির বৈঠকখানায় হাঁটাহাঁটি করার ঢঙে হাওড়া স্টেশনের একটি প্ল্যাটফর্মের শেডের উপর চড়ে পায়চারি করছেন এক যুবক! তাঁর হাতে লাঠি। মাথায় ব্যান্ডেজ।
এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে হুলস্থুল কাণ্ড হাওড়া স্টেশন চত্বরে। কখন যে ওই যুবক হাওড়া স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্মের শেডের উপর উঠে পড়েছেন, তা কেউই জানেন না। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে আরপিএফ এবং জিআরপি। যুবককে নামানোর চেষ্টা চালাচ্ছে তারা। নীচ থেকে হাত নেড়ে, বাবা-বাছা করে, এমনকি খাবারের লোভ দেখিয়েও কোনও লাভ হয়নি। কখনও বসছেন, কখনও হাঁটছেন!
যুবককে স্টেশনের মাথায় চড়তে দেখে ভিড় জমে গিয়েছিল স্টেশন চত্বরে। সকাল সকাল মুফতে পাওয়া মজা লুটতে চান অনেকেই! অনেকে আবার উদ্গ্রীব, আশঙ্কিতও। নিরাপদে এই যুবককে নীচে নামিয়ে আনা যাবে তো?
শেষমেশ ঘণ্টাখানেকের চেষ্টায় ওই যুবককে নামানো সম্ভব হয়েছে। খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে যুবককে নামিয়েছেন। তাঁকে হাওড়া জিআরপি-তে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ডের বাসিন্দা ওই ব্যক্তির নাম রবীন্দ্র পাহাড়িয়া। তিনি কী কারণে এ রকম ঘটনা ঘটালেন, তা খতিয়ে দেখা হচ্ছে। প্ল্যাটফর্মের শেড রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। সেই ফাঁকে তিনি উপরে উঠে পড়েছিলেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।