এক বধূর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন স্থানীয় উপপ্রধানের ছেলে। তবে মাঝে বাধা হয়ে দাঁড়ান ওই মহিলার স্বামী। রাগে প্রেমিকার স্বামীকে লক্ষ্য করে গুলি চালালেন ‘প্রেমিক’। মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার আমডাঙা ব্লকের তারাবেড়িয়ার ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, তারাবেড়িয়া পঞ্চায়েতের উপপ্রধানের ছেলে আরিফ আলি সম্পর্কে জড়িয়েছিলেন স্থানীয় এক বধূর সঙ্গে। ওই ‘পরকীয়া’কে কেন্দ্র করে বিবাদ চরমে ওঠে। রাগে ‘প্রেমিকা’র স্বামী মোশিয়ারকে নিশানা করে গুলি চালান আরিফ। চোখের কাছে গুলি লেগে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই বধূর স্বামী। বর্তমানে তিনি বারাসত হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন:
আহতের আত্মীয় সাবির আলি মণ্ডল জানিয়েছেন, মোশিয়ারকে লক্ষ্য করে আরিফ গুলি চালিয়েছেন। তবে ওই বধূ এবং আরিফের মধ্যে কী সম্পর্ক বা কেন গুলি চালানোর ঘটনা ঘটেছে তা তিনি জানেন না বলেই দাবি করেছেন। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত আরিফকে ইতিমধ্যেই আটক করা হয়েছে।