Advertisement
১৮ মে ২০২৪

নিবেদিতার নামে নতুন বিশ্ববিদ্যালয়

বিধানসভার সূচি অনুযায়ী এ দিন অবশ্য হুগলির গ্রিন বিশ্ববিদ্যালয় বিল আসার কথা ছিল।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৭ ০১:০৫
Share: Save:

রাজ্যে আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যে বুধবার বিল পাশ হয়ে গেল বিধানসভায়। নিউ টাউনে ওই প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় হবে ভগিনী নিবেদিতার নামে। যে সংস্থা বিশ্ববিদ্যালয় তৈরি করছে, তারা আগেও রাজ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় গড়েছে বিধানসভায় বিল পাশের পরে। বিধানসভার সূচি অনুযায়ী এ দিন অবশ্য হুগলির গ্রিন বিশ্ববিদ্যালয় বিল আসার কথা ছিল। কিন্তু সেই সূচি পরিবর্তন করে এ দিন পাশ হয়েছে ভগিনী নিবেদিতার নামে বিশ্ববিদ্যালয়ের বিলটি। নিবেদিতার স্মৃতি রক্ষার্থে তাঁরা কী কী করেছেন, তার বর্ণনা দিয়েই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁরা এখনও পর্যন্ত ২২টি বিশ্ববিদ্যালয় তৈরি করলেন। অধিবেশনের শেষ দিনে আজ, বৃহস্পতিবার হুগলি, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামে নতুন তিনটি সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের বিল পাশ হওয়ার কথা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sister Nivedita UNiversity নিবেদিতা
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE