ট্রেনের কামরায় এক কলেজ ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। চলন্ত শিয়ালদহ-বালুরঘাট এক্সপ্রেসের বাতানুকূল কামরায় ঘটনাটি ঘটে বলে অভিযোগ। মালদহ টাউন জিআরপি থানায় অভিযোগ করেন ছাত্রী। রবিবার মালদহ মেডিক্যাল কলেজে তাঁর ডাক্তারি পরীক্ষা করানো হয়। শিলিগুড়ি রেল পুলিশ সুপার কুওয়র ভূষণ সিংহ বলেন, ‘‘অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শুরু হয়েছে।’’ ধৃত ব্যক্তি উপযুক্ত টিকিট ছাড়াই ওই কামরায় উঠেছিলেন বলেও অভিযোগ।
দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা, কৃষিবিজ্ঞানের ওই ছাত্রী বাবা-মায়ের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। বাড়ি ফেরার জন্য শনিবার রাতে শিয়ালদহ থেকে ট্রেন ধরেন। পাশের আসনেই ছিল অভিযুক্ত। অভিযোগ, ভোর ৩টে নাগাদ মেয়েটিকে যৌন হেনস্থা করে সে। ওই ছাত্রীর চিৎকার শুনে অন্য যাত্রীরা অভিযুক্তকে ঘিরে ধরেন।
মালদহ জিআরপি থানা সূত্রের খবর, অভিযুক্তের সঙ্গে চার জন আত্মীয় ছিলেন। তাঁরা বিপদ বুঝে অন্য দিকে চলে যান। ভোরে ওই ছাত্রী, তাঁর পরিবার ও অভিযুক্তকে নিউ ফরাক্কা জংশনে ট্রেন থেকে নামানো হয়। কিন্তু সেখানে অভিযোগ নিতে দেরি করা হচ্ছিল বলে অভিযোগ। পরে মালদহ টাউন স্টেশনে গিয়ে লিখিত অভিযোগ করেন ছাত্রী। জানা গিয়েছে, ধৃত ব্যক্তি পরিযায়ী শ্রমিক।
রেল পুলিশ সূত্রের দাবি, প্রাথমিক জেরায় অভিযুক্ত দাবি করে, মেয়েটির আসনের দিকে তার হাত চলে গিয়েছিল। মেয়েটির বাবার অভিযোগ, ‘‘এক আসন থেকে অন্য আসনে বার বার হাত চলে যাওয়া অসম্ভব।’’ ছাত্রীর অভিযোগ, প্রথমে অভিযুক্তের টিকিট যাচাই করা হয়নি। ওই ঘটনার পরে, অনেক দেরিতে টিকিটপরীক্ষক এসে তার কাছে জরিমানা আদায় করেন। ট্রেনে ওঠার পরেই কেন টিকিট যাচাই হয়নি, সে প্রশ্নও উঠেছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা বলেন, ‘‘ঘটনাটি পূর্ব রেলের এলাকায় হয়েছে। খোঁজ নিয়ে দেখতে হবে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)