মুর্শিদাবাদ, কাশ্মীরের অশান্তির আবহে ভিন্ রাজ্যে তাঁদের হেনস্থা হতে হচ্ছে, অভিযোগ মালদহের পরিযায়ী শ্রমিকদের একাংশের। সম্প্রতি মুম্বইয়ে মালদহের এক ফল বিক্রেতার নানা রকম প্রশ্নের মুখে পড়ার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়ায়। তাতে উদ্বিগ্ন তাঁর পরিবার। পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর।
ওই ফল বিক্রেতা মোথাবাড়ির একটি গ্রামের বাসিন্দা। বাড়িতে বৃদ্ধা মা, স্ত্রী, স্কুল পড়ুয়া তিন ছেলে রয়েছে তাঁর। প্রায় দশ বছর ধরে মুম্বইয়ে ফল বিক্রি করেন তিনি। শুক্রবার ফোনে তিনি বলেন, ‘‘এত দিন এমন প্রশ্নের মুখে পড়িনি! একটু ভয়ে ছিলাম।’’ তবে তাঁর সংযোজন, ‘‘স্থানীয় থানার পুলিশ পাশে থাকার আশ্বাস দিয়েছে। তাতে কিছুটা আশ্বস্ত হয়েছি।” তাঁর স্ত্রী বলেন, ‘‘স্বামীর রোজগারে আমাদের পাঁচটি পেট চলছে। তাই মানুষটা ঘরে না ফেরা পর্যন্ত শান্তি হচ্ছে না।"
ভিন্ রাজ্যে কাজে গিয়ে জেলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা হওয়ার ঘটনা নতুন নয়। রাজস্থানে কাজে গিয়ে খুন হয়েছিলেন মালদহেরই কালিয়াচকের এক শ্রমিক। ‘পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ’-এর দাবি, সম্প্রতি মুম্বইতে বাংলাদেশি সন্দেহে জেলার দুই পরিযায়ী শ্রমিককে আটক করে পুলিশ। বৈধ পরিচয় পত্র দেখালেও তাঁদের আটকে রাখা হয়। শেষ পর্যন্ত মঞ্চের হস্তক্ষেপে মুক্ত হন তাঁরা। সংগঠনের তরফে আসিফ ফারুক বলেন, ‘‘উত্তরপ্রদেশ, ওড়িশা, রাজস্থান, মুম্বইয়ের মতো রাজ্যে সম্প্রতি বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করার প্রবণতা বাড়ছে। আমরা শ্রমিকদের পাশে থাকার চেষ্টা করছি। কেন্দ্র সরকারকেও চিঠি দিয়েছি। সদুত্তর মেলেনি।’’ রাজ্যের পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামও বলেন, “কেন্দ্রের জন্যই বাংলার শ্রমিকদের ভিন্ রাজ্যে সমস্যায় পড়তে হচ্ছে।”
তবে বিজেপির উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মুর দাবি, “রাজ্যে কাজ নেই বলে জেলার শ্রমিকদের ভিন্ রাজ্যে যেতে হচ্ছে। সে দায় এড়াতে হেনস্থার কথা বলা হচ্ছে।” এক ধাপ এগিয়ে এ দিন বীরভূমের সিউড়িতে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, ‘‘তামিলনাড়ুর সরকার, যা অ-বিজেপি সরকার, প্রতি রাতে অভিযান করছে এবং বাঙালি পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে পরিচয় পত্র দেখতে চাইছে। সেখানে যারা ধরা পড়ছে, তারা উত্তর ২৪ পরগনা থেকে পরিচয় পত্র সংগ্রহ করেছে। এখন সেখানে টেক্সটাইল হাবের লোকেরা বলছেন, ‘বাঙালি রাখব না’। ফলে, ভারতীয় সংখ্যালঘুরাও তৃণমূলের রাজ্যে অসুরক্ষিত।’’
দক্ষিণ মালদহের কংগ্রেসের সাংসদ ইশা খান চৌধুরীর মন্তব্য, “পরিযায়ী শ্রমিকদের হেনস্থা নিয়ে কেন্দ্র সরকারকে চিঠি দিয়েছি। সংসদে অবশ্য তা নিয়ে বলতে দেওয়া হচ্ছে না।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)