E-Paper

দলের নেতার ‘দুর্নীতি’, নালিশ নড্ডার কাছে

রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বেনামে কোটি কোটি টাকার সম্পত্তি ‘দখল’ করার অভিযোগ জমা পড়ল দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। যা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে শাসক তৃণমূল কংগ্রেস।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ০৮:১৮
জেপি নড্ডা।

জেপি নড্ডা। —ফাইল চিত্র।

রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বেনামে কোটি কোটি টাকার সম্পত্তি ‘দখল’ করার অভিযোগ জমা পড়ল দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। যা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে শাসক তৃণমূল কংগ্রেস। যদিও পুরো বিষয়টিকেই ‘মিথ্যা এবং কাল্পনিক’ বলে পাল্টা দাবি করেছেন জগন্নাথ।

বীরভূম জেলার রামপুরহাটের জনৈক অজয় মুখোপাধ্যায় জগন্নাথের বিরুদ্ধে অভিযোগ করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নড্ডাকে মেল করেছেন। সেই সঙ্গে দাগ নম্বর, খতিয়ান নম্বর ধরে কিছু সম্পত্তির বর্ণনা দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযোগ করা হয়েছে, ভুয়ো বুথের তালিকা দিয়ে দলীয় তহবিলের টাকা নয়ছয় করা হয়েছে। এ ছাড়া, তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলা এবং দলের গুরুত্বপূর্ণ তথ্য শাসক দলকে সরবরাহ করার মতোও অভিযোগ করা হয়েছে জগন্নাথের বিরুদ্ধে। এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “অভিযোগ যখন উঠেছে, তখন তদন্ত হওয়া প্রয়োজন। দলীয় স্তরে তদন্ত হওয়ার তো কোনও বিষয় নেই। স্পষ্ট বেনামে সম্পত্তি তৈরির অভিযোগ রয়েছে। ইডি, সিবিআইয়ের উচিত তদন্ত করা। প্রয়োজনে আমি গিয়ে তথ্য দিয়ে আসব!” যদিও জগন্নাথের মন্তব্য, “পুরোপুরি মিথ‍্যা এবং কাল্পনিক অভিযোগ। কোনও প্রমাণ ছাড়াই কালিমালিপ্ত করার জন‍্য যাঁরা আমার বিরুদ্ধে আজগুবি অভিযোগ তুলেছেন, তাঁদেরই তা প্রমাণ করতে হবে। না হলে আইনগত ব‍্যবস্থা নেব।” বিজেপির একাংশের বক্তব্য, অভিযোগের পক্ষে তেমন কোনও তথ্য-প্রমাণ চিঠির সঙ্গে দেওয়া হয়নি। ‘বেনামি সম্পত্তি’ বলে দাবি করে যা আর্থিক মূল্য দেখানো হয়েছে, তারও কোনও ভিত্তি নেই। এই অভিযোগ বিজেপির গোষ্ঠী-বিভাজন প্রসূত বলেই ওই অংশের দাবি। জগন্নাথের সংযোজন, “আমি রাজনীতি করি বলে আমার বৃহত্তর পরিবারের সদস‍্যদের নিজস্ব উপার্জনে কেনা সম্পত্তিও আমার ‘বেনামি’ বলে হাস্যকর ভাবে দাগিয়ে দেওয়া হচ্ছে। যা প্রমাণ করে, চোরের দলের প্রতিনিধিরা সামনের সকলকে চোরই ভাবে!”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

JP Nadda BJP TMC

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy