রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির ‘সুযোগ’ নিয়ে মাস্ক ও টুপি পরে ঢুকে সময় কাটানোর ফাঁকে ক্যাফের নগদ সাফাই করল চোর! ক্যাফের ক্যাশবাক্স থেকে প্রায় ৬৭ হাজার টাকা চুরি করা হয়েছে বলে অভিযোগ। তদন্ত শুরু হলেও মাস্কে মুখ ঢাকা অভিযুক্তকে চিহ্নিত করতেই বেগ পেতে হচ্ছে তদন্তকারীদের।
জানা গিয়েছে, ক্যাফেটি ভবানীপুর থানা এলাকার উডবার্ন পার্ক রোডে অবস্থিত। মঙ্গলবার বিকেলে ভবানীপুর থানায় ক্যাফের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়। প্রাথমিক ভাবে সোমবার সন্ধ্যা নাগাদ এই চুরির ঘটনা ঘটে বলে সন্দেহ করা হচ্ছে। লিখিত অভিযোগে ক্যাফের মালিক জানিয়েছেন, ওই সন্ধ্যায় ক্যাফেতে ভিড় ছিল। সেই ভিড়ে এক জনকে ক্যাশ কাউন্টারের কাছে সন্দেহজনক ভাবে ঘুরতে দেখা গিয়েছিল।
প্রাথমিক ভাবে ক্যাফের মালিকের সঙ্গে কথা বলে পুলিশ জেনেছে, সোমবার রাতে নগদ মেলাতে গিয়ে দেখা যায়, অন্য দিনের তুলনায় টাকা কম। এর পরে সারা দিনের হিসাব মিলিয়ে দেখা যায়, ৬৭ হাজার টাকা কম আছে। ক্যাফের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করতেই চুরির ঘটনাটি পরিষ্কার হয়। ক্যাফের মালিকের দাবি, ফুটেজে অভিযুক্তকে চুরি করতে দেখা গিয়েছে। জানা গিয়েছে, অভিযুক্ত একাই ক্যাফেতে এসেছিলেন। মুখ ছিল মাস্কে ঢাকা। মাথায় এমন ভাবে টুপি পরা ছিল যে, বাকি মুখও ঠিক ভাবে দেখা যাচ্ছিল না। পুলিশকে ক্যাফের মালিক জানিয়েছেন, করোনার সময় থেকে সতর্কতামূলক ভাবে অনেকেই মাস্কে মুখ ঢেকে আসতেন। সপ্তাহ কয়েক ধরে ফের রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ওই ব্যক্তি মাস্ক পরে ঢোকায় কারও সন্দেহ হয়নি।
মঙ্গলবার ক্যাফের তরফে অভিযোগ পাওয়ার পরেই মামলা রুজু করেছে পুলিশ। ক্যাফের সিসি ক্যামেরার ফুটেজও বাজেয়াপ্ত করেছে তারা। যদিও এখনও কেউ গ্রেফতার হয়নি। এক তদন্তকারী আধিকারিক বলেন, ‘‘অভিযুক্ত একাই এসেছিলেন, না কি আরও কেউ ছিলেন, তা দেখা হচ্ছে। অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)