বিশেষ চাহিদাসম্পন্ন এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল উত্তর কলকাতার একটি থানার পুলিশ। তার নাম কৌশিক ভট্টাচার্য। বুধবার রাতে ওই ঘটনা ঘটে। কৌশিক চকলেটের লোভ দেখিয়ে ওই তরুণীকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। তদন্তকারীরা জানান, ওই তরুণী যে বিশেষ চাহিদাসম্পন্ন, সে কথা প্রতিবেশীরা জানেন। তাঁকে মাঝেমধ্যে পাড়ার দোকানেও বসে থাকতে দেখা যায়। অভিযোগ, সেই সুযোগকে কাজে লাগিয়েই কৌশিক তরুণীকে নিজের বাড়িতে নিয়ে যায়।
পুলিশ জেনেছে, কৌশিক এক সময়ে গৃহশিক্ষকতা করত। পুলিশ জানায়, দিনকয়েক আগে ওই ঘটনা ঘটলেও তরুণী বাড়িতে সে ভাবে কিছু জানাননি। কিন্তু তাঁর সঙ্গে খারাপ কিছু ঘটেছে সন্দেহ করে তরুণীকে নিয়ে থানায় যান তাঁর দিদি ও বাবা। তাঁদের সঙ্গে কথা বলে পুলিশের সন্দেহ হয়, তরুণী হয়তো কিছু গোপন করছেন। তাই এক জন মহিলা পুলিশকর্মীকে সামনে রেখে তরুণীর সঙ্গে নতুন করে তাঁর দিদিকে দিয়ে কথা বলায় পুলিশ। তার পরেই সব ঘটনা সামনে আসে বলে দাবি পুলিশের। এর পরেই কৌশিককে গ্রেফতার করা হয়।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)