Advertisement
০৮ মে ২০২৪

ব্যথিত মান্নান

সম্পত্তি রক্ষা সংক্রান্ত বিল ঘিরে বিধানসভায় ধুন্ধুমারের সময় স্পিকারের ভূমিকায় যে তিনি ব্যথিত, তা জানিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ০৪:১৭
Share: Save:

সম্পত্তি রক্ষা সংক্রান্ত বিল ঘিরে বিধানসভায় ধুন্ধুমারের সময় স্পিকারের ভূমিকায় যে তিনি ব্যথিত, তা জানিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। চিঠিতে তিনি লিখেছেন, ‘‘বিধানসভার অভ্যন্তরে যখন অসুস্থ হয়ে পড়লাম, তখন আপনার পক্ষ থেকে যে মানবিক সহানুভূতি দেখানোর প্রয়োজন ছিল, তা না পাওয়ায় সুস্থ চেতনার বিধায়করা বিস্মিত হয়েছিল।’’ স্পিকার অবশ্য মান্নানের অভিযোগের জবাবে চিঠি দিয়ে দাবি করেছেন, তিনি বিধানসভার নিয়মকানুন মেনে নিরপেক্ষ ও মানবিক ভাবে সভা পরিচালনা করেন। তবে সুষ্ঠু ভাবে সভা পরিচালনা করার জন্য সব বিধায়কের সহযোগিতা কাম্য।

মান্নানের অভিযোগ, গত ৮ ফেব্রুয়ারি বিধানসভায় গোলমালের সময় স্পিকারের নির্দেশে তাঁকে সভাকক্ষ থেকে বের করে দেওয়ার জন্য মার্শাল বলপ্রয়োগ করায় তিনি অসুস্থ বোধ করেন। সেই সময় বিধানসভার চিকিৎসককে ডাকার অনুরোধ করা হয়। স্পিকার প্রত্যাখ্যান করেন। এই প্রেক্ষিতেই স্পিকারের ওই দিনের ভূমিকাকে ‘মর্মান্তিক’ বলেছেন মান্নান। স্পিকার অবশ্য জবাবি চিঠিতে লিখেছেন, ‘‘আমার যা কিছু সিদ্ধান্ত, সেটা আইনানুগ। কোনও ব্যক্তিগত ইচ্ছা চরিতার্থ করার জন্য নয়।’’ একই সঙ্গে স্পিকারের বক্তব্য, ওই দিন মান্নানের কাছ থেকে আরও বেশি দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত ছিল। আর বলপ্রয়োগের বিষয়ে মান্নানের অভিযোগ থাকলে তা বিধানসভার সচিবকে জানানোর পরামর্শ দিয়েছেন স্পিকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Abdul Mannan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE