Advertisement
E-Paper

দুই মেদিনীপুরে সভা অভিষেক-শুভেন্দুর

পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে দলের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবার জঙ্গলমহলে সভা করতে আসছেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাইয়ের প্রস্তুতিকে সামনে রেখে আগামী ১৬ ও ১৭ জুলাই পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের তিন জায়গায় সভা করবেন তিনি। তাঁর সঙ্গী হিসেবে থাকছেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৫ ০১:৩৪

পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে দলের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবার জঙ্গলমহলে সভা করতে আসছেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাইয়ের প্রস্তুতিকে সামনে রেখে আগামী ১৬ ও ১৭ জুলাই পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের তিন জায়গায় সভা করবেন তিনি। তাঁর সঙ্গী হিসেবে থাকছেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী। দুই মেদিনীপুরে তিন সভার প্রসঙ্গে সোমবার শুভেন্দুবাবু বলেন, ‘‘পাঁশকুড়া, কেশপুর ও বেলপাহাড়িতে সভার বিষয়ে আমাকে জানানো হয়েছে। সভা হলে যাব।’’

প্রাথমিকভাবে স্থির ছিল ২১ জুলাইয়ের প্রস্তুতি নিয়ে আগামী ১৬ জুলাই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় যুব তৃণমূলের ডাকে সভা হবে দুই মেদিনীপুরের দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে। ইতিমধ্যে রবিবার দলের রাজ্য নেতৃত্বের তরফে দুই মেদিনীপুর জেলা নেতৃত্বকে জানানো হয়েছে শুধু পাঁশকুড়া নয় পশ্চিম মেদিনীপুরের কেশপুর ও বেলপাহাড়িতে সভা হবে।

দলীয় সূত্রে জানা গিয়েছে, ১৬ জুলাই দুপুরে পাঁশকুড়ায় অভিষেক-শুভেন্দুর সভার পরে তাঁরা বিকেলে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে সভা করবেন। পরদিন অর্থাৎ ১৭ জুলাই ঝাড়গ্রামের বেলপাহাড়ির লাগোয়া সাকার্স মাঠে সভা হবে। সোমবার বেলপাহাড়ি ব্লকের শিলদার একটি কমিউনিটি হলে প্রস্তুতি সভায় ছিলেন তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি দীনেন রায়, দুই কার্যকরী সভাপতি নির্মল ঘোষ ও প্রদ্যোত্‌ ঘোষ, জেলা সাধারণ সম্পাদক দুর্গেশ মল্লদেব প্রমুখ। জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি নির্মল ঘোষ বলেন, “দুই সাংসদের সভায় অভূতপূর্ব জন সমাবেশ করা হবে। এজন্য প্রতিটি এলাকায় সভা সফল করার প্রস্তুতি-বৈঠক করা হচ্ছে।’’

রাজ্য যুব তৃণমূলের সভাপতি পদ ছাড়াও পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে দলের পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়ার পর এই প্রথমবার জঙ্গলমহলে অভিষেকের সভা রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলনের পর্ব থেকে পূর্ব মেদিনীপুর জেলা ছাড়াও পাশের পশ্চিম মেদিনীপুর জেলায় রাজনৈতিকভাবে দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শুভেন্দু। দলীয়ভাবে শুভেন্দুবাবুকে এখন মুর্শিদাবাদ, মালদহ ও উত্তর দিনাজপুর এই তিন জেলার পর্যবেক্ষক করা হয়েছে। আর পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে সাংগঠনিকভাবে দলের পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন অভিষেকয়। ফলে দলের এই দুই তরুণ মুখকে সামনে রেখে দুই মেদিনীপুরের তিনটি সভা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

জঙ্গলমহলে মাওবাদীরা ফের মাথা দিচ্ছে বলে গোয়েন্দা সূত্রে বার বার সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। অতীতের অভিজ্ঞতায় দেখা গিয়েছে, বাম জমানায় নির্বাচনের আগে এলাকায় রাজনৈতিক শূন্যতার পরিস্থিতি তৈরি করতে সচেষ্ট হত মাওবাদীরা। তৃণমূলের সরকারের চার বছর পূর্ণ করার পরে পরিবর্তিত পরিস্থিতিতে এখন ফের সেই কৌশল মাওবাদীরা কাজে লাগাতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এই কারণে, জঙ্গলমহলে শাসক দল লাগাতার রাজনতিক কর্মসূচি চালাবে বলে দলীয়স্তরে সিদ্ধান্ত হয়েছে। শুভেন্দু ও অভিষেকের সভা দিয়ে সেই প্রক্রিয়ার সূচনা হচ্ছে।

তৃণমূল যুব কংগ্রেসের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি আনিসুর রহমান জানান, ‘‘কলকাতায় ২১ জুলাইয়ের সমাবেশের প্রস্তুতি উপলক্ষে আগামী ১৬ জুলাই জেলার পাঁশকুড়া পিডব্লিউডি ময়দানে সভা হচ্ছে। ওইদিন বিকেলে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে সভা হবে বলে জানানো হয়েছে। সভায় ৫০ হাজার মানুষ জড়ো করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।’’ পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তথা বিধায়ক শ্রীকান্ত মাহাতোর কথায়, ‘‘১৬ জুলাই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ছাড়াও পশ্চিম মেদিনীপুরের কেশপুর ও পরদিন ঝাড়গ্রামের বেলপাহাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর সভা হবে বলে রাজ্য নেতৃত্ব জানিয়েছে।’’

সভাগুলিতে অভিষেক-শুভেন্দু ছাড়াও থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সী ও কাঁথির সাংসদ শিশির অধিকারী, ঘাটালের সাংসদ দীপক অধিকারী (দেব)-সহ জেলার বিধায়করা। অন্য দিকে বেলপাহাড়িতে সভার সম্ভাব্য স্থান পরিদর্শন করতে পশ্চিম মেদিনীপুরের জেলা তৃণমূল কার্যকরী সভাপতি আশিস চক্রবর্তীর নেতৃত্বে এক প্রতিনিধি দল মঙ্গলবার ওই এলাকায় যাবেন জানা গিয়েছে।

21st july suvendu adhikari medinipur rally abhisek bandyopadhyay abhisek suvendu
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy