ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজে দলের মনোনীত প্রতিনিধিদের দায়িত্ব সম্পর্কে জেলা স্তরে নেতাদের সতর্ক করা শুরু করল তৃণমূল কংগ্রেস। দলের সুন্দরবন সাংগঠনিক জেলার দলীয় বৈঠকে বৃহস্পতিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, পুজোর পরেই নির্বাচন কমিশন এই প্রক্রিয়া শুরু করতে পারে। সে ক্ষেত্রে ভোটাধিকার রক্ষায় সাধারণ মানুষকে দলগত ভাবে তৈরি থাকতে হবে। নাম বাদ যাওয়া ও নথিবদ্ধ করার প্রতিটি ক্ষেত্র নজরে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
সুন্দরবন সাংগঠনিক জেলার তফসিলি সংরক্ষিত দু’টি লোকসভা কেন্দ্র জয়নগর ও মথুরাপুর তৃণমূলের দখলে। একই ভাবে ১৪টি বিধানসভাও শাসক দলের হাতে। এই অবস্থায় আগামী বিধানসভা ভোটের আগে দলের শীর্ষ নেতৃত্বের এই সাংগঠনিক বৈঠকে এসআইআর-এর বিষয়টিই ছিল বিশেষ উল্লেখযোগ্য। ভোটার তালিকায় দলের তরফে নজরদারির জন্য তৃণমূল যে বিএলএ (বুথ লেভেল এজেন্ট) বাছাই করেছে, তাঁদের কাজের বিষয়েই এ দিন জেলার দলীয় পদাধিকারী ও জনপ্রতিনিধিদের দায়িত্ব ব্যাখ্যা করেছেন অভিষেক।
এ বারের ভোটে তালিকা নিয়ে এই এজেন্টদের যে তুলনায় অনেক বেশি সময় দিতে হবে, সে কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। সেই সঙ্গেই তালিকা সংশোধনে ভোটারদের প্রয়োজনীয় নথি ও অন্যান্য তথ্য সংক্রান্ত সহযোগিতার জন্য দলের নেতাদের তৈরি থাকতে বলা হয়েছে। অন্যান্য জেলার মতো গত বিধানসভা ও লোকসভা ভোটের ফলের ভিত্তিতে বুথ থেকে ব্লক পর্যন্ত সাংগঠনিক পদে বেশ কিছু রদবদলের কথাও আলোচনা হয়েছে এ দিনের বৈঠকে। ধারাবাহিক ভাবে ব্যর্থতার কারণে দলের পাশাপাশি শাখা সংগঠনেও বদলের সিদ্ধান্ত জানিয়েছেন অভিষেক।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)