Advertisement
১৯ মে ২০২৪

বাবুলকে নোটিস পাঠালেন অভিষেক

কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ের সঙ্গে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংঘাত আরও এক পর্দা চড়ল। সেই সংঘাতে জড়িয়ে গেল রানিগঞ্জ খনি অঞ্চলের এক কয়লা মাফিয়ার নামও!

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বাবুল সুপ্রিয়

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বাবুল সুপ্রিয়

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৭ ০৩:১৭
Share: Save:

কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ের সঙ্গে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংঘাত আরও এক পর্দা চড়ল। সেই সংঘাতে জড়িয়ে গেল রানিগঞ্জ খনি অঞ্চলের এক কয়লা মাফিয়ার নামও!

দু’দিন আগে ডায়মন্ড হারবারের সভা থেকে যুব তৃণমূল সভাপতি অভিষেক বিজেপি-কে কটাক্ষ করে বলেছিলেন ‘বাচ্চা ঝাড়ো পার্টি’। তারই প্রতিক্রিয়ায় সোমবার অভিষেকের নাম না করে বাবুল টুইট করেছিলেন, ‘‘শুনলাম, বেবি-এবি বলেছে, বিজেপি বাচ্চা ঝাড়়ো পার্টি। ভাবছি হরিশ চ্যাটার্জি রোডের কার্তিক-গণেশকে নিয়ে হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতনের ঝাড় বাতিটা দেখে আসব!’’ রাজু ঝা নামে এক জনের সঙ্গে ঝাড় বাতির সম্পর্ক খতিয়ে দেখার সময় এসেছে বলেও বক্রোক্তি করেছিলেন বাবুল। তার জেরে মঙ্গলবার বাবুলকে আইনজীবীর নোটিস পাঠিয়েছেন অভিষেক। যেমন দিনকয়েক আগে তিনি পাঠিয়েছিলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে।

অভিষেকের আইনজীবী সঞ্জয় বসুর বক্তব্য, ‘‘আমার মক্কেল ওই রকম কোনও রাজু ঝা-র বিষয়ে অবহিত নন। মনে হচ্ছে, উনি (বাবুল) রাজু সম্পর্কে খুব ভাল জানেন এবং ওঁর যথেষ্ট ঘনিষ্ঠ! তিনিই রাজু সম্পর্কে বিশদ তথ্য জানান।’’ বাবুল অবশ্য এ দিন পাল্টা কটাক্ষ করেছেন, ‘‘একেবারেই ছেলেমানুষি নোটিস! আমি তো কারও নাম করিনি। উনি নিজেই নিজেকে বেবি বলে মেনে নিচ্ছেন কেন? এ তো ঠাকুরঘরে কে!’’ যদিও আইনজীবী সঞ্জয়বাবুর যুক্তি, টুইট দেখে বোঝা যাচ্ছে যে, ইঙ্গিত করা হয়েছে অভিষেকের দিকেই।

কিন্তু কে এই রাজু? রানিগঞ্জ খনি এলাকায় কয়লা পাচারের অন্যতম কারবারি সে। পুলিশ সূত্রের খবর, রাজুর সম্পত্তির পরিমাণ কয়েকশো কোটি টাকা। হোটেল, পরিবহণ, প্রোমোটারি-সহ নানা ব্যবসা রয়েছে তার। কয়েক মাস আগেই নতুন দু’হাজারের নোটে লক্ষাধিক টাকা সমেত কলকাতা পুলিশের এসটিএফের হাতে ধরা পড়েছিল ৭ জন। তাদের মধ্যে গত বিধানসভা ভোটে রানিগঞ্জের বিজেপি প্রার্থী মণীশ শর্মার সঙ্গে রাজুও ছিল। সেই সময়ে বিজেপি-র দিকে ঝুঁকছিল সে। এখন সে জামিনে মুক্ত।

বিজেপি সূত্রের দাবি, যুব তৃণমূলের অভিষেক-ঘনিষ্ঠ এক সাধারণ সম্পাদক ইদানীং রাজুর সঙ্গে শাসক দলের সেতু। সেই যোগসাজশের জল্পনাই উস্কে দিতে চেয়েছিলেন আসানসোলের বিজেপি সাংসদ। যদিও তৃণমূলের একাংশের দাবি, অভিষেক এমন সব লোকজনের সঙ্গে দলের সংস্রব বরদাস্ত করেন না বুঝেই রাজু বিজেপি-র দিকে ভিড়তে চেয়েছিল।

বাবুলের তরফে অবশ্য ব্যাখ্যা দেওয়া হচ্ছে, অভিষেকের ‘বাচ্চা ঝাড়া’র প্রেক্ষিতে তিনি ‘ঝাড় বাতি’ এবং ‘ঝা-র’ কথাদু’টো ব্যবহার করে শব্দের খেলায় গিয়েছেন। তবে একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর টুইট-হুঁশিয়ারি, ‘‘একের পর এক মিথ্যা অভিযোগ আনার আগে তৃণমূলকে বুঝতে হবে যে টিএমসি-র বড়দা, মেজদা, সারদা-নারদা আর বাবুলদা এক ‘জিনিস’ নয়!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Abhishek Banerjee Babul Supriyo
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE