Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Abhishek Banerjee

Independence Day 2022: স্বাধীনতা দিবস উপলক্ষে রাত ১২টায় বক্তৃতা অভিষেকের

স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে রাত ১২টায় ফেসবুকে বক্তৃতা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

রাত ১২টায় ফেসবুকে বক্তৃতা করবেন অভিষেক।

রাত ১২টায় ফেসবুকে বক্তৃতা করবেন অভিষেক। — ফাইল ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২২ ১৫:০৬
Share: Save:

সোমবার স্বাধীনতার ৭৫ বছর পূর্তি। সেই উপলক্ষে রবিবার রাত ১২টায় ফেসবুকে বক্তৃতা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

টুইটারে অভিষেক লিখেছেন, ‘চলুন, একটু ভেবে দেখি। আমরা এই দেশের বাসিন্দা। আমাদের সংস্কৃতি, উৎসব, পোশাক এবং রীতি সবই ভিন্ন। তবে আমরা ঐক্যবদ্ধ, কী ভাবে? উত্তরটা হল, মাতৃভূমির প্রতি আমাদের টান। দেশের প্রতি এই টানই আমাদের ঐক্যবদ্ধ করে রেখেছে।’

প্রসঙ্গত, ভারতের স্বাধীনতার এই ৭৫ বছর পূর্তিতে দেশ সম্পর্কে নাগরিকরা কী ভাবেন, তা জানতে নেটমাধ্যমে অভিযান শুরু করেছে তৃণমূল। শনিবার থেকে শুরু হয়েছে। চলবে তিন দিন। এই প্রসঙ্গে টুইটারে অভিষেক লিখেছেন, ‘ভারতের প্রতি আমাদের টানই শক্তিশালী করেছে আমাদের। প্রতিশ্রুতি দিচ্ছি, এই পবিত্র সংযোগ আমরা আরও মজবুত করব। আমরা চাই, ভারতবাসী এই নিয়ে তাঁদের মতামত আমাদের সঙ্গে ভাগ করে নিন। এই দেশের সঙ্গে কী জুড়ে রেখেছে আপনাদের?’’

তৃণমূলের এই অভিযান নিয়ে টুইটারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘আমরা, ভারতবাসী। আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা, পোশাক, রীতি ভিন্ন। তবু আমরা এক। দেশের প্রতি আমাদের ভালোবাসা বেঁধে রেখেছে আমাদের। ভারতের প্রতি আমাদের টান ঐক্যবদ্ধ করেছে আমাদের। ভারতের ৭৫ বছর স্বাধীনতা পূর্তিতে মাতৃভূমির প্রতি আমাদের টানটা বাড়িয়ে তুলি। শপথ নিই, এই মাতৃভূমিকে রক্ষা করব। আমি আপনাদের এই নিয়ে নিজেদের মত জানানো আমন্ত্রণ জানাই। কী ভাবে নিজের এই মহান দেশের সঙ্গে সংযোগ রক্ষা করেন আপনি?’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Abhishek Banerjee Mamata Banerjee Indepedence Day
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE