Advertisement
E-Paper

কলকাতায় এসে মমতাকে ধন্যবাদ জানিয়ে গেলেন সিঙ্ঘভি

এ দিন কলকাতায় সিঙ্ঘভি বলেন, “যে ভাবে আমি এ রাজ্য থেকে সমর্থন পেয়েছি সত্যিই ভাল লাগছে। আশা করি ভবিষ্যতেও এমন সমর্থন ও সহযোগিতা পাব।”

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ মার্চ ২০১৮ ১৪:১১
কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি।

কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি।

তিনি রাজস্থানের লোক। কিন্তু, কলকাতা তাঁর কাছে অত্যন্ত প্রিয়। রামকৃষ্ণ, অরবিন্দ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, রামমোহন রায়, সুভাষচন্দ্র বসুর মতো মনীষী এবং ব্যক্তিত্বরা এ রাজ্যে জন্মেছেন। আর সেই মহান ব্যক্তিত্বদের জন্মভূমি থেকে লড়তে পারাটা তাঁর কাছে গর্বের বিষয়। শনিবার কলকাতায় এসে এমনটাই জানালেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি।

পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় পাঠানোর জন্য শুক্রবারই তাঁর নাম প্রস্তাব করেছে কংগ্রেস। সেই প্রস্তাবের পরেই সিঙ্ঘভিকে সমর্থন করবে বলে জানিয়ে দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন কলকাতায় সিঙ্ঘভি বলেন, “যে ভাবে আমি এ রাজ্য থেকে সমর্থন পেয়েছি সত্যিই ভাল লাগছে। আশা করি ভবিষ্যতেও এমন সমর্থন ও সহযোগিতা পাব।” তাঁকে সমর্থন জানানোর জন্য মমতাকেও এ দিন ধন্যবাদ জানান অভিষেক।

রাজ্যসভার পাঁচটি আসনের জন্য নির্বাচন হচ্ছে বাংলায়। এ রাজ্যে বিধানসভায় আসন সংখ্যার নিরিখে চারটি আসনে তৃণমূলের জয় নিশ্চিত। তবে রাজ্যসভার পঞ্চম আসনটি যাতে তৃণমূলের হাতে না যায়, তা যাতে বিরোধীদের হাতেই থাকে, সে জন্য কংগ্রেসই সর্বাগ্রে উদ্যোগী হয়েছিল। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী প্রথমে প্রস্তাব দিয়েছিলেন, সিপিএএম তাদের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে প্রার্থী করুক। তাঁকে সমর্থন করবে কংগ্রেস। কিন্তু, সিপিএম সে আহ্বানে সাড়া দেয়নি। কংগ্রেসের কোনও প্রার্থীকে সমর্থনের প্রস্তাবও তারা দেয়নি। এমনকী যৌথ প্রার্থী দেওয়ার প্রস্তাব মেনে নেওয়ার প্রশ্নেও বিস্তর টালবাহানা চালিয়ে যায়। শেষে শুক্রবার কংগ্রেস নিজেদের প্রার্থীর নাম চূড়ান্ত করে ফেলে। প্রার্থী হিসাবে সিঙ্ঘভির নাম ঘোষণা করা হয়। তাঁকে প্রার্থী ঘোষণা করার পরই মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থনের কথা জানান। পরে সিপিএমও তাঁদের প্রার্থী হিসাবে রবীন দেবের নাম ঘোষণা করে।

আরও পড়ুন: সিঙ্ঘভিকে চ্যালেঞ্জ ছুড়তে বাম প্রার্থী রবীন দেব

আরও পড়ুন: পুরস্কার রাজ্যসভা

TMC Congress Abhishek Manu Singhvi Rajya Sabha অভিষেক মনু সিঙ্ঘভি রাজ্যসভা কংগ্রেস তৃণমূল
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy