পুরপ্রতিনিধির স্বামীর বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগ তুলে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন তিনি। তার জেরে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল ওই ব্যক্তির অনুগামীদের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বৌবাজার থানার কলুটোলা স্ট্রিটে। উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তার ভিত্তিতে তদন্তে নেমে চার জনকে গ্রেফতার করেছে বৌবাজার থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত যুবকের নাম শরিক আমন। তিনি কলকাতা পুরসভার ৪৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমনের অভিযোগ, ওই ওয়ার্ডের পুরপ্রতিনিধির
স্বামীর মদতে সিন্ডিকেটের দৌরাত্ম্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের বেআইনি কাজের রমরমা ক্রমশ বাড়ছিল। সে সবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি সম্প্রতি
সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন। আমন জানান, ওই পোস্টটি করার পর থেকে গত কয়েক দিন ধরে তিনি একাধিক হুমকি ফোন পাচ্ছিলেন। তাঁকে বার বার ওই পোস্ট মুছে ফেলার জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। কিন্তু আমন তা না করায় শনিবার রাতে ইফতার চলার সময়ে এক দল যুবক তাঁর উপরে চড়াও হয় বলে অভিযোগ। কলুটোলা বাজারের ভিতরে তাঁকে ঘিরে ধরে তারা। আমনকে বেধড়ক মারধর করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ।
আক্রান্ত যুবক আরও জানিয়েছেন, মারধরে আহত হওয়ার পরে তিনি চিকিৎসার জন্য কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে গেলে সেখানে ফের তাঁর উপরে চড়াও হয় অভিযুক্তেরা। রাতে হাসপাতালের ভিতরে পরিস্থিতি এমন দাঁড়ায় যে, জরুরি বিভাগের দরজা কিছু ক্ষণের জন্য বন্ধ করে দিতে হয়। পরে বৌবাজার থানা থেকে বিশাল বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রবিবার আমন বলেন, ‘‘ওরা প্রথম থেকে বার বার ভিডিয়োটি মুছে দিতে বলছিল। এর জন্য আমাকে টাকা দেওয়ার টোপও দিয়েছিল। কিন্তু আমি রাজি হইনি। ওদের বেআইনি কাজ ফাঁস হয়ে যেতে পারে, এই ভয়ে পরিকল্পনামাফিক হামলা চালানো হয়েছে।’’ গোটা ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া জানতে পুরপ্রতিনিধির স্বামীকে বার বার ফোন করা হলেও তিনি ধরেননি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)