অষ্টমীর রাতে বৃদ্ধাকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত এক জন এখনও অধরা। দক্ষিণ ২৪ পরগনার ওই ঘটনায় সকলকে পুলিশ ধরতে না পারায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। পুলিশের দাবি, পলাতক যুবককে গ্রেফতারের চেষ্টা চলছে।
গত মঙ্গলবার, অষ্টমীর রাতে দক্ষিণ ২৪ পরগনার একটি বাড়িতে একাকী বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। বছর ষাটের নির্যাতিতার অভিযোগ, রাত পৌনে ১টা নাগাদ বাড়ির বেড়া ভেঙে তিন যুবক ঘরে ঢুকে বন্দুক দেখিয়ে হুমকি দেয় এবং শারীরিক নির্যাতন চালায়। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে দুই অভিযুক্তকে ধরে ফেলেন তাঁরা। তাদের গাছে বেঁধে মারধরও করা হয়। পুলিশ এসে তাদের গ্রেফতার করে। বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে বিচারক তাদের ছ’দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন। তবে তৃতীয় অভিযুক্তকে বৃহস্পতিবার রাত পর্যন্ত ধরতে পারেনি পুলিশ।
এক অভিযুক্ত এখনও অধরা থাকায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও। স্থানীয় সিপিএম নেতৃত্বের অভিযোগ, অভিযুক্তেরা সক্রিয় তৃণমূল কর্মী। শাসক দলের ছত্রচ্ছায়ায় থাকাতেই তারা এই ধরনের কাজ করার সাহস পেয়েছে। তবে তৃণমূল নেতৃত্বের দাবি, এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই। আইন নিজের পথেই চলবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)