সদ্যসমাপ্ত চতুর্থ বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে ২ লক্ষ ১৯ হাজার ৯২৫ কোটি টাকার লগ্নি প্রস্তাব এসেছে বলে সম্মেলন মঞ্চ থেকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন গত তিন বছরে যে প্রস্তাব এসেছিল, তার ৫০% বিনিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছে। অন্য দিকে, কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী রাজ্যে গত তিন বছরে (২০১৫ থেকে ২০১৭-এর নভেম্বর পর্যন্ত) লিখিত লগ্নি প্রস্তাব জমা পড়েছে ২৬ হাজার ৬৩০ কোটি। বিনিয়োগ বাস্তবায়িত হয়েছে ৬৯৫২ কোটি টাকা। অর্থাৎ লিখিত প্রস্তাবের ২৬.১০% লগ্নি বাস্তবায়িত হয়েছে।
বাণিজ্য সম্মেলনের ঘোষণার তুলনায় বাস্তবে লগ্নির পরিমাণ অবশ্য আরও নগণ্য। রাজ্যের দাবি, কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের প্রকাশিত তথ্যের বাইরেও ক্ষুদ্র শিল্পে আরও অনেক বেশি বিনিয়োগ হয়।
কেন্দ্রীয় ক্ষুদ্র শিল্প কমিশনার সারা দেশে ছোট-ক্ষুদ্র শিল্পে লগ্নির তথ্য ২০১৪-’১৫ সাল পর্যন্ত প্রকাশ করেছেন। ওই বছর রাজ্যে ক্ষুদ্র শিল্পে বাস্তবায়িত হওয়া লগ্নির পরিমাণ ছিল ১৫ হাজার ২৪৪ কোটি। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর ২০১১-’১২ থেকে ২০১৪-১৫ পর্যন্ত গড় বিনিয়োগের পরিমাণ ১২ হাজার ৬০৯ কোটি টাকা। বাস্তবায়িত লগ্নির ক্ষেত্রে কেন্দ্রের তথ্য ব্যবহার করা হল। কারণ, ২০১২ থেকে সরকার রাজ্যে বাস্তবিক কত পুঁজি এল, তার কোনও তথ্য আর্থিক সমীক্ষায় জানায় না। ফলে কেন্দ্রের প্রকাশিত তথ্যই ভরসা।