রাজ্যের মসনদে বসেই বড় সিদ্ধান্ত মমতা সরকারের।ইদের আগেই রাজ্য সরকারি কর্মীদের জন্য উৎসব অ্যাডহক বোনাসের ঘোষণা করা হল। পাশাপাশি পেনশনভোগীদের জন্য এককালীন ভাতার ঘোষণা হয়েছে বৃহস্পতিবার।
নবান্ন থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যের তরফে সরকারি কর্মচারীদের দেওয়া হবে অ্যাডহক বোনাস এবং উৎসবের আগে অগ্রিম অর্থ। সর্বনিম্ন সাড়ে চার হাজার থেকে সর্বোচ্চ ১২ হাজার টাকা পর্যন্ত অ্যাডহক বোনাস দেওয়া হবে কর্মচারীদের। যাঁদের বেতন ৩৬ হাজার টাকার কম, তাঁদের পাবেন সাড়ে ৪ হাজার টাকা। মহার্ঘ্য ভাতা সহ যাঁদের বেতন ৩৬ থেকে ৪৫ হাজারের মধ্যে, তাঁরা অগ্রিম ১২ হাজার টাকা নিতে পারবেন।যা আগামী ১০ মাসের মধ্যে শোধ করতে হবে সরকারি কর্মচারীদের। ইদের আগেই তার জন্য আবেদন করতে পারবেন মুসলিম কর্মীরা। এ ছাড়াও পেনশনভোগীদের জন্য এককালীন আড়াই হাজার টাকার ভাতা ঘোষণা করেছে রাজ্য সরকার। তবে যাঁদের পেনশন ৩১ হাজার টাকার নীচে, তাঁরাই পাবেন এই সুবিধা।