সাম্প্রতিক সময়ে বিজেপি-শাসিত বিভিন্ন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের নানা ভাবে ‘হেনস্থা’ করার অভিযোগ নিয়ে বাংলার রাজনীতির উত্তাপ বেড়েছে। এ বার এই বিষয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ চেয়ে রবিবার তাঁকে চিঠি পাঠালেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী। চিঠিতে অধীর বলেছেন, ওড়িশা, মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন রাজ্যে হয়রানির মুখে পড়ছেন বাংলার পরিযায়ী শ্রমিকেরা। বাংলাভাষী হওয়ার জন্য তাঁদের ‘বাংলাদেশি’ হিসেবে দাগিয়ে দিয়ে অত্যাচার চালানো হচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের রুটি-রুজির নিরাপত্তার নিশ্চিত করতে রাষ্ট্রপতির কাছে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন অধীর। সেই সঙ্গে ওই চিঠির প্রতিলিপি বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কাছেও পাঠিয়েছেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)