ভিন্ রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা বন্ধ করতে কার্যকরী ব্যবস্থার আর্জি নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। রাষ্ট্রপতি ভবনের তরফে আগামী ১০ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় দেওয়া হয়েছে। বিভিন্ন রাজ্যে বাংলা থেকে কাজ করতে যাওয়া শ্রমিকদের হেনস্থার ঘটনা ঘটতে শুরু করার পরে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছিলেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর। তাঁর বক্তব্য, ‘‘পরিযায়ী শ্রমিকদের বিষয়টা নিয়ে রাজনীতির টানাটানি চলছে। রাজ্যের শাসক দল এই প্রশ্নটাকে ভোট পর্যন্ত জিইয়ে রাখতে চাইছে। কিন্তু হেনস্থার ঘটনা যাতে না-ঘটে, তার জন্য সংশ্লিষ্ট রাজ্যগুলির সঙ্গে কথা বলে কার্যকরী কোনও পদক্ষেপ হচ্ছে না। অথচ বস্ত্র বা গয়না-শিল্পের মতো অনেক ক্ষেত্র আছে, যেখানে বাংলা থেকে দক্ষ শ্রমিকেরা কাজ করতে যান। ফলে, যাঁরা কাজে নিচ্ছেন এবং যাঁরা কাজ করছেন, দু’পক্ষের পারস্পরিক স্বার্থ এখানে জড়িত।’’ সংসদের সদ্য হয়ে যাওয়া অধিবেশনে বাংলার সাংসদদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠিয়ে তৃণমূল কংগ্রেস কেন পরিযায়ীদের হয়রানি বন্ধের দাবি জানায়নি, সেই প্রশ্নও তুলছেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)