E-Paper

পরিযায়ীর জন্য ওড়িশায় অধীর

পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস এখন দিল্লিতে। তাঁর সঙ্গেও ফের দেখা করার সময় চেয়েছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ০৮:১৬
অধীর চৌধুরী।

অধীর চৌধুরী। — ফাইল চিত্র।

বাংলার পরিযায়ী শ্রমিকদের উপরে ভিন্ রাজ্যে লাগাতার আক্রমণের ঘটনা বন্ধ করতে ব্যবস্থা নেওয়ার আর্জি জানাতে কয়েক দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে গিয়েছিলেন। এ বার ওড়িশার সম্বলপুরে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের দুর্দশার কথা শুনতে যাচ্ছেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী। সম্বলপুরের সোনাপল্লিতে কাল, রবিবার সভা করার কথা তাঁর। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস এখন দিল্লিতে। তাঁর সঙ্গেও ফের দেখা করার সময় চেয়েছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ। রাজ্যপাল বোস বলেছেন, তাঁকে আসতে হবে না, তিনিই অধীরের কাছে যাবেন! অধীরের বক্তব্য, ‘‘ঘটনা বেড়েই চলেছে। আমাদের রাজ্যের শ্রমিক জুয়েল রানাকে ওড়িশায় পিটিয়ে মেরে দেওয়া হল। এর পরে সাগরদিঘির ছেলেদের মারধর করে আগুন দেওয়ার চেষ্টা হয়েছে ছত্তীসগঢ়ে। বাঙালি ও বাংলার মানুষের উপরে ওড়িশায় পরপর যে হামলা হচ্ছে, তাকে বন্ধ করতেই হবে। দরকারে ওড়িশায় আন্দোলন করব।’’ সম্বলপুরের কংগ্রেস জেলা সভাপতির রবিবার অধীরের সঙ্গে যাওয়ার কথা। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির আহ্বান, ‘‘বাংলার রাজ্যপাল দিল্লিতে এসেছেন, বাংলার মানুষের হেনস্থার কথা তাঁর উচিত দিল্লিতে বলা। আমি যাচ্ছি ওড়িশায়। আমাদের রাজ্যের কংগ্রেস নেতা-কর্মীদের বলছি, যাঁরা পারবেন, চলুন। বাংলার ছেলেদের বাঁচাতে হবে।’’ প্রসঙ্গত, এর আগে হরিয়ানার পানিপথে গিয়ে বাঙালি পরিযায়ী হেনস্থার প্রতিবাদ করেছিলেন অধীর।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Congress Adhir Chowdhury Odisha

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy