ওমানে কাজ করতে গিয়ে মুস্তাফা শেখ, ছোট মুর্মু-সহ মুর্শিদাবাদের ১১ জন যে শ্রমিক আটকে পড়েছেন, তাঁদের বাড়িতে ফিরিয়ে আনার জন্য বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়ে শনিবার চিঠি লিখলেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী। তিনি চিঠিতে বলেছেন, ‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে রাজ্য ও মুর্শিদাবাদের শ্রমিকেরা ভাল বেতনের কাজের প্রলোভনে পড়ে ওমান-সহ নানা দেশে যেতে বাধ্য হচ্ছেন।’ মুস্তাফাদের ১০ ঘণ্টার পালিতে (শিফ্ট) কাজের জন্য নিয়ে যাওয়া হলেও তাঁদের ১৫ থেকে ২২ ঘণ্টা পর্যন্ত আবর্জনা আলাদা করার কাজ করানো হচ্ছে বলে অভিযোগ। তাঁদের চিকিৎসাজনিত সুযোগসুবিধা, বেতনও দেওয়া হচ্ছে না। এমনকি, শ্রমিকদের পাসপোর্টও তাঁদের নিয়োগকারী কেড়ে নিয়েছেন বলে অধীর জানিয়েছেন। এই পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ করার জন্য জয়শঙ্কর ও মমতার কাছে আর্জি জানিয়েছেন অধীর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)