বিজেপি-শাসিত ওড়িশা, মহারাষ্ট্র-সহ বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ‘হেনস্থা’র অভিযোগকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে রাজনীতির স্বর চড়েছে। এ বার বাংলার পরিযায়ী শ্রমিকদের হয়রানি বন্ধের দাবি তুলে এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়ে রবিবার তাঁকে চিঠি লিখলেন কংগ্রেস ওয়ার্কিং কমিটিক সদস্য অধীর চৌধুরী। চিঠিতে অধীর বলেছেন, ‘বাংলার দরিদ্র ও প্রান্তিক শ্রেণির পরিযায়ী শ্রমিকেরা ভারতের বৈধ নাগরিক। কিন্তু শারীরিক গঠন বা ভাষার টান বাংলাদেশের মানুষের সঙ্গে মেলে, এই অজুহাতে ওড়িশা, মহারাষ্ট্রের মতো নানা জায়গায় তাঁদের লাগাতার হয়রান, অপমান করা হচ্ছে।’ এই শ্রমিকেরা সংশ্লিষ্ট রাজ্যের রাজস্বেও যে যথেষ্ট অবদান রাখেন, তা-ও স্মরণ করিয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি। পরিযায়ী শ্রমিকদের হয়রানি বন্ধে মোদী যাতে স্বরাষ্ট্র মন্ত্রককে প্রয়োজনীয় নির্দেশ দেন, সেই আবেদনও করেছেন অধীর। এর আগে একই বিষয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছেও চিঠি লিখেছিলেন অধীর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)