শিয়ালদহ, কলকাতা এবং রানাঘাট থেকে মুর্শিদাবাদের লালগোলাগামী লোকাল ট্রেনে শৌচাগারের দাবিতে ফের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে রবিবার চিঠি লিখে আর্জি জানালেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী। তিনি জানিয়েছেন, শৌচাগার না-থাকার জন্য প্রায় ২৫০ কিলোমিটারের ট্রেনযাত্রায় সমস্যায় পড়ছেন যাত্রীরা। এই সূত্রেই অধীরের বক্তব্য, ‘মুর্শিদাবাদ দেশের অন্যতম অনুন্নত জেলা হিসেবে চিহ্নিত। এই জেলার সাধারণ মানুষ প্রতিদিন ইএমইউ এবং এমইএমইউ-সহ ৯টি ট্রেন ব্যবহার করেন। কিন্তু শৌচাগার নেই ট্রেনগুলিতে।’ প্রসঙ্গত, বেশ কিছু দিন ধরেই এমএএমইউ-এর বদলে কিছু ইএমইউ রেক দিয়ে লালগোলা থেকে কলকাতার মধ্যে যাতায়াতকারী লোকাল ট্রেন চালাচ্ছে পূর্ব রেল। সেই ট্রেনে শৌচাগার নেই বলে প্রাক্তন সাংসদ অধীর-সহ অনেকেই সরব হওয়ায় কৃষ্ণনগরে বাড়তি সময় ট্রেন দাঁড় করিয়ে যাত্রীদের শৌচাগার ব্যবহারের বন্দোবস্ত করেছে রেল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)