শিশু, প্রৌঢ়, বৃদ্ধ— সব বয়সের ৫০ জনকে শ্রবণযন্ত্র দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত স্বাস্থ্য পরিষেবার কর্মসূচি সেবাশ্রয়ের পক্ষ থেকে। একটি বিদেশি শ্রবণয়ন্ত্র প্রস্তুতকারক সংস্থার থেকে সেগুলি এনে বিতরণ করা হবে ওই ৫০ জনকে। অভিষেকের দফতরের তরফে জানানো হয়েছে, পুরো খরচ বহন করবে ‘টিম সেবাশ্রয়’।
বিদেশি এক একটি শ্রবণযন্ত্রের দাম গড়ে পাঁচ লক্ষ টাকার বেশি। অতএব, ৫০ জনকে ওই যন্ত্র দিতে খরচ হচ্ছে আড়াই কোটি। সূত্রের খবর, কয়েকটি যন্ত্র আরও দামি। তাই খরচ আরও কিছুটা বেশিই হবে। কেন এত দামী? জানা গিয়েছে, যে শ্রবণযন্ত্রগুলি দেওয়া হবে, সেগুলি উচ্চমানের ‘সিলিকন’ দিয়ে তৈরি। যা এমন ভাবে নকশা করা, যাতে উপভোক্তারা সম্পূর্ণ স্বাচ্ছন্দ্য পান এবং পরিষ্কার শুনতে পান।
আরও পড়ুন:
জানুয়ারি মাস থেকে শুরু হওয়া সেবাশ্রয়ের প্রথম পর্ব শেষ হল বৃহস্পতিবার। অভিষেকের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভার সাতটি বিধানসভাতেই হয়েছে স্বাস্থ্য পরীক্ষার শিবির। মহেশতলা ছিল শেষ বিধানসভা এলাকা। শনিবার থেকে পাঁচ দিন আবার প্রতিটি বিধানসভায় শুরু হবে ‘বিশেষ শিবির’। অভিষেকের দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ইতিমধ্যেই সেবাশ্রয়ে পরিষেবা প্রাপকের সংখ্যা ৯ লক্ষ ৬৬ হাজার পার করে গিয়েছে। বাকি পাঁচ দিনে তা ১০ লক্ষের মাইলফলক ছাপিয়ে যাবে বলেই আশা করছেন অভিষেকের অনুগামীরা। গোটা ডায়মন্ড হারবার জুড়ে সেবাশ্রয় উপলক্ষে যে সাজসজ্জা এবং প্রচার হয়েছে, তার খরচও যে কম নয়, তা স্পষ্ট। পাশাপাশি, একাধিক জটিল রোগীর ভিন্রাজ্যে চিকিৎসা করানোর উদ্যোগও নেওয়া হয়েছিল। তার সঙ্গেই যুক্ত হচ্ছে কয়েক কোটি টাকা ব্যয়ে দেওয়া ৫০টি শ্রবণযন্ত্র।