পাহাড়ে অশান্তির জেরে সরিয়ে দেওয়া হল কার্শিয়াং এবং কালিম্পঙের দুই আইসিকে। এর আগেই দার্জিলিঙের পুলিশ সুপার অমিত জাভালগিকে সরিয়ে দেওয়া হয়। তাঁর জায়গায় নিয়ে আসা হয় অখিলেশ চতুর্বেদীকে।
শনিবার কালিম্পঙের আইসি ভানু রায়কে মুর্শিদাবাদে বদলি করা হয়। তাঁর জায়গায় নিয়ে আসা হয় দিনহাটা থানার আইসি পার্থসারথি নাথকে। অন্য দিকে, কার্শিয়াঙের আইসি দীপঙ্কর সোমকে শিলিগুড়িতে বদলি করে তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয় পারিজাত সরকারকে। যদিও সরকারি সূত্রে জানানো হয়েছে, এটা রুটিন বদলি।
গত বৃহস্পতিবার পাহাড় অশান্ত হওয়ার পর অভিযোগ ওঠে, কেন ওই ঘটনার আগাম কোনও আঁচ পায়নি পুলিশ? সে দিন গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থকদের রোষে কার্যত দিশাহারা হয়ে পড়েছিল দার্জিলিং। শান্ত পাহাড় মুহূর্তে অগ্নিগর্ভ হয়ে ওঠে। একের পর এক জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি এবং ৮টি সরকারি বাস। দিশাহারা অবস্থা হয় পর্যটকদের। টানা আড়াই ঘণ্টা ধরে তাণ্ডব চালায় গোর্খা জনমুক্তি মোর্চা। মোর্চা সমর্থকদের ছোড়া ইটের ঘায়ে জখম হন অনেকেই।
আরও পড়ুন: ফের সংঘাতে মোর্চা, পাহাড়ে অনির্দিষ্ট কালের জন্য বন্ধের ডাক
এই ঘটনায় মুখে কিছু না বললেও, পুলিশের ভূমিকায় বেশ ক্ষুব্ধই ছিলেন মুখ্যমন্ত্রী। পাহাড়ে যে দিন নেতা-মন্ত্রীদের বৈঠক হওয়ার কথা সে দিন মোর্চার এই পরিকল্পনার খবর কেন আগে জানতে পারেননি গোয়েন্দারা? মোর্চার হাতে অস্ত্রই বা এল কোথা থেকে? ঝামেলার পর এই সব প্রশ্ন বড় হয়ে ওঠে। আর সে জন্য ঘটনার পরেই বিভাগীয় তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। জিটিএ সচিব রবীন্দ্র সিংহকে ওই দিনই লম্বা ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়। পর দিনই সরিয়ে দেওয়া হয় দার্জিলিঙের এসপি অমিত জাভালগিকে।