তথ্য বিকৃতি এবং জাল নথি পেশের অভিযোগে অ্যাপোলো হাসপাতালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে চলেছে রাজ্য স্বাস্থ্য দফতর। পাশাপাশি অ্যাপোলোর তিন চিকিৎসক, দুই বিমা কর্মী এবং তিন স্বাস্থ্য কর্মীর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ নিয়েও আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে যাওয়ার সুযোগও থাকছে।
সঞ্জয় রায়ের মৃত্যুর ঘটনার তদন্তে রাজ্য তিন জনের চূড়ান্ত কমিটি তৈরি করেছিল। শুক্রবারই তাদের রিপোর্ট স্বাস্থ্যসচিবের কাছে জমা পড়েছে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান তথা রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথী। পরে স্বাস্থ্যসচিব রাজেন্দ্র শুক্ল বলেন, ‘‘তদন্তে অ্যাপোলোর একাধিক গাফিলতি প্রমাণিত হয়েছে।’’ সূত্রের খবর, অ্যাপোলোর গাফিলতি রিপোর্টে যেমন পরিষ্কার, তেমনই ওই হাসপাতালের তিন চিকিৎসক-সহ আট জনের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগও আনা হয়েছে।
আরও পড়ুন: মহুয়া মৈত্রকে ‘কটূক্তি’ করার অভিযোগে ‘ফেরার’ বাবুলকে ধরার নির্দেশ