আবার মুখ্যমন্ত্রীকে নিয়ে দেরি করে কলকাতায় নামার অভিযোগ উঠল ইন্ডিগোর বিরুদ্ধে। এ বার বিমানটি বাগডোগরা থেকে কলকাতায় আসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরে ঘনিষ্ঠ মহলে অভিযোগ করেন, বিমানটি নেমেছে আধ ঘণ্টা দেরিতে।
২০১৬ সালের ৩০ নভেম্বর মুখ্যমন্ত্রীকে নিয়ে ইন্ডিগোর বিমান পটনা থেকে দেরি করে কলকাতায় নামার পরে মমতা অভিযোগ করেন, ইচ্ছা করে দেরি করিয়ে, জ্বালানি ফুরিয়ে ফেলে তাঁকে হত্যার চক্রান্ত করা হয়েছিল। সেই ঘটনা নিয়ে সরব হয় সংসদ। থানায় মামলা হয়। বসিয়ে দেওয়া হয় তিন পাইলটকে।
কলকাতা বিমানবন্দর সূত্রের খবর, শুক্রবার বিকেলে বাগডোগরা থেকে নির্ধারিত সময়ের (৪টে ৩৫ মিনিট) এক মিনিট আগেই মুখ্যমন্ত্রীকে নিয়ে গড়াতে শুরু করে ইন্ডিগোর বিমান। ওড়ে ৪টে ৩৯ মিনিটে। বিমানটি (ফ্লাইট নম্বর ৬ই ৫৩৪)-র কলকাতায় নামার নির্ধারিত সময় ছিল বিকেল ৫টা ৪৫ মিনিট। তার চার মিনিট পরে, ৫টা ৪৯ মিনিটে বিমানটি মহানগরীর মাটি ছোঁয়। কিন্তু টার্মিনালে গিয়ে যাত্রীদের নামাতে নামাতে ৫টা ৫৮ মিনিট হয়ে যায়।