পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) আপাতত স্থায়ী চেয়ারম্যান নেই। আইএএস পদমর্যাদার কাউকে পিএসসি-র চেয়ারম্যান পদে নিয়োগ করা এবং খাদ্য, শিক্ষা, দমকল দফতরের বেশ কিছু শূন্য পদে নিয়োগের দাবিতে পিএসসি ভবন অভিযান করল পিএসসি দুর্নীতি-বিরোধী মুক্ত মঞ্চ। পিএসসি ভবনের সামনে বুধবার ইন্দ্রজিৎ ঘোষ ও কলতান দাশুগুপ্তদের নেতৃত্বে বিক্ষোভে শামিল হয়েছিলেন বিজয় ঘড়ুই, দীপক সিংহ এবং বেশ কিছু চাকরি-প্রার্থী। তাঁদের বক্তব্য, যে পরীক্ষার ফল এখনও প্রকাশ হয়নি, তা অবিলম্বে বার করতে হবে। সেই সঙ্গে ২০১৬-১৭ সালে পিএসসি দুর্নীতিতে যাঁরা যুক্ত ছিলেন, তাঁদের প্রত্যেকের শাস্তির ব্যবস্থা করতে হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)