উত্তরবঙ্গের ভূমিহারা মানুষের সমস্যার সমাধান না হলে এর পকে ‘উত্তরকন্যা ঘেরাও’ এবং শিলিগুড়ি সড়ক অবরোধ করা হবে বলে হুঁশিয়ারি দিল ভূমিরক্ষা কমিটি। তৃণমূল সরকারের ‘বঞ্চনা ও প্রতারণা’র প্রতিবাদে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের আন্দোলনের সমর্থনে শুক্রবার ‘নবান্ন চলো’র ডাক দিয়েছিল তিস্তা-মহানন্দা সেচ প্রকল্পের ক্ষতিগ্রস্ত মানুষের কমিটি ও পোড়াঝাড়-কাওয়াখালি ভূমি রক্ষা কমিটি। শিয়ালদহ স্টেশন থেকে শুরু হওয়া মিছিলকে অবশ্য ধর্মতলায় আটকে দেয় পুলিশ। ওয়াই চ্যানেলে অবস্থানে বসেন প্রতিবাদীরা। তাঁদের তরফে একটি প্রতিনিধিদল সেচমন্ত্রী পার্থ ভৌমিক ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে দাবিপত্র দিয়েছে। দার্জিলিং জেলা থেকে আসা এআইসিসিটিউ, সিটু, ইউটিইউসি, ইফটু-র নেতৃত্ব ওই অবস্থানে উচ্ছেদের বিরুদ্ধে সরব হন। এআইসিসিটিইউ-এর রাজ্য সম্পাদক বাসুদেব বসুর বক্তব্য, ‘‘আবাসন প্রকল্পের নামে কৃষক উচ্ছেদ ও তিস্তা-মহানন্দা সেচ প্রকল্পের নামে ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবির সমাধান না হলে আগামী ১৫ জানুয়ারির পরে উত্তরকন্যা ঘেরাও এবং শিলিগুড়ি হাইওয়ে অবরোধ করবেন কৃষক ও ক্ষতিগ্রস্ত মানুষ।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)