মেট্রো তো মিলবেই। পুজোয় সারা রাত ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব এবং পূর্ব রেলও। তবে পাতাল রেল রাতভর চলবে চার দিন— ২০ থেকে ২৩ অক্টোবর। আর দক্ষিণ-পূর্ব এবং পূর্ব রেলে সারা রাত ট্রেন মিলবে ২০ থেকে ২২ তারিখ— তিন দিন। শহরতলির যাত্রীরা যাতে মহানগরের প্রতিমা দেখে যখন ইচ্ছে বাড়ি ফিরতে পারেন, সেই জন্যই এই ব্যবস্থা বলে জানিয়েছে দুই রেল। তাদের দাবি, এমন ব্যবস্থা এই প্রথম।
দক্ষিণ-পূর্ব রেল সূত্রের খবর, হাওড়া থেকে আমতা, মেচেদা, পাঁশকুড়া ও খড়্গপুর পর্যন্ত এবং খড়্গপুর থেকে মেচেদা পর্যন্ত অতিরিক্ত ট্রেন চালানো হবে। রাত সাড়ে ১১টার পরেও এ বছর লোকাল ট্রেন চলবে রাত আড়াইটে পর্যন্ত। তার কিছু পরেই আবার পরের দিনের ভোরের প্রথম ট্রেন (সাধারণ ভাবে দিনের প্রথম ট্রেন চালু হয় ভোর ৩টেয়) পেয়ে যাবেন যাত্রীরা। তাঁদের সাহায্য করার জন্য যথারীতি থাকবে ‘মে আই হেল্প ইউ’ বুথ এবং প্রাথমিক চিকিৎসার বন্দোবস্তও।
পুজোর তিন দিনের জন্য এ বার একই পরিকল্পনা করেছে পূর্ব রেল। হাওড়া থেকে চার জোড়া বাড়তি লোকাল বর্ধমান (কর্ড ও মেন) ও ব্যান্ডেল পর্যন্ত চলবে। সেই সঙ্গে অতিরিক্ত ট্রেন চালানো হবে হাওড়া থেকে তারকেশ্বর পর্যন্তও। শিয়ালদহ থেকে ১০ জোড়া অতিরিক্ত ট্রেন চালানো হবে মেনলাইন, বনঁগা, ডানকুনি, বজবজ, বারুইপুর পর্যন্ত। সব ক’টি অতিরিক্ত ট্রেনই চালানো হবে রাত সাড়ে ১১টার পরে।
পুজোর তিন দিন পূর্ব রেলের ট্রেনগুলি সকাল থেকে ছুটির দিনের সূচি মেনে চললেও বেলা ২টোর পরে সেগুলো চলবে কাজের দিনের মতো। আর দক্ষিণ-পূর্ব রেল ওই তিন দিন সকাল থেকে বেলা ৩টে পর্যন্ত রবিবারের মতো ট্রেন চালাবে। বেলা ৩টের পরে তাদের ট্রেন চলবে কাজের দিনের নির্ঘণ্ট মেনে। তবে রাত সাড়ে ১১টার পরে দুই রেলেই ট্রেনের সময়ের ব্যবধান কিছুটা করে বাড়বে বলে জানিয়েছেন রেলকর্তারা।