Advertisement
E-Paper

বাম নেতার স্মরণে আমন্ত্রিত তৃণমূলও

ভোটের উত্তাপে রাজ্য রাজনীতি এখনও সরগরম। এই লড়াইয়ের আবহেও বাম শরিক আরএসপি-র নেতা দেবব্রত বন্দ্যোপাধ্যায়ের স্মরণসভায় আমন্ত্রণ জানানো হচ্ছে তৃণমূলকে। আমন্ত্রিত বিজেপি-ও। মৌলালি যুব কেন্দ্রে আগামী ১১ মার্চ, বুধবার দেবব্রতবাবুর স্মরণসভায় বাম ও কংগ্রেস নেতারা থাকবেন। তার পাশাপাশিই আমন্ত্রণ জানানো হচ্ছে পরিষদীয় রাজনীতিতে থাকা সব দল এবং বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব, শিক্ষাব্রতীকেও।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মে ২০১৬ ০৩:২৯

ভোটের উত্তাপে রাজ্য রাজনীতি এখনও সরগরম। এই লড়াইয়ের আবহেও বাম শরিক আরএসপি-র নেতা দেবব্রত বন্দ্যোপাধ্যায়ের স্মরণসভায় আমন্ত্রণ জানানো হচ্ছে তৃণমূলকে। আমন্ত্রিত বিজেপি-ও। মৌলালি যুব কেন্দ্রে আগামী ১১ মার্চ, বুধবার দেবব্রতবাবুর স্মরণসভায় বাম ও কংগ্রেস নেতারা থাকবেন। তার পাশাপাশিই আমন্ত্রণ জানানো হচ্ছে পরিষদীয় রাজনীতিতে থাকা সব দল এবং বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব, শিক্ষাব্রতীকেও।

প্রথম বামফ্রন্ট সরকারের পঞ্চায়েতমন্ত্রী এবং আরএসপি-র প্রাক্তন রাজ্য সম্পাদক দেবব্রতবাবুর মৃত্যুর পরে শেষ শ্রদ্ধা জানাতে তৃণমূল বা বিজেপি-র তরফে কেউ অবশ্য আসেননি। তবু প্রয়াত নেতা সারা জীবন যে শিষ্টাচারে অভ্যস্ত ছিলেন, সেই কথা স্মরণে রেখেই সব দলকে তাঁর স্মৃতিচারণ অনুষ্ঠানে ডাকছেন আরএসপি নেতারা। দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য মনোজ ভট্টাচার্যের কথায়, ‘‘পিডিএস, এসইউসি-সহ সব বামপন্থী দল এবং কংগ্রেসের প্রতিনিধিরা থাকবেন। ব্যক্তিগত ভাবেও অনেকে স্মরণসভায় থাকতে আগ্রহ দেখিয়েছেন।’’

তার আগে মৌলালিতে আরএসপি-র রাজ্য দফতরে রবিবার প্রথম বার উদযাপিত হয়েছে রবি ঠাকুরের জন্মদিন! ভোট মিটে গিয়েছে। ফলপ্রকাশের আগে হাতে বেশ খানিকটা সময়। এই অবকাশে এ দিন কবিগুরুর ছবিতে মালা দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন আরএসপি-র রাজ্য সম্পাদক ক্ষিতি গোস্বামী। ছিলেন অশোক ঘোষ, দেবাশিস মুখোপাধ্যায়, দেবাশিস মজুমদার প্রমুখ নেতারা। ক্ষিতিবাবুর আশা, এক বার শুরু যখন হল, আগামী বছরগুলোতেও চালু থাকবে এই পরম্পরা।

Debu Banerjee Tmc Cpm
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy