বাংলাদেশ ইস্যু নিয়ে হরিণঘাটার সাংসদ অসীম সরকারের মন্তব্যের প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল কংগ্রেস। পুলিশ সূত্রে খবর, বিধায়কের বিরুদ্ধে এফআইআর হয়েছে। অভিযোগ, ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছেন তিনি। তাঁর বিধায়ক পদ খারিজেরও দাবি জানিয়েছে রাজ্য কংগ্রেস।
ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে উত্তর ২৪ পরগনার বেনাপোল সীমান্তে একটি প্রতিবাদ সভায় ভাষণ দিয়েছিলেন অসীম। তাঁর বক্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়।
এর মধ্যে শুক্রবার রাতে অসীম নদিয়ার চাকদহ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, ওই বক্তব্যের পরে ক্রমাগত প্রাণনাশের হুমকি পাচ্ছেন। যে দুটি মোবাইল নম্বর বিধায়কের এ-ও বক্তব্য, তাঁর ওই ভাষণের অপব্যাখ্যা করে সমাজমাধ্যমে বেশ কিছু পোস্ট করা হয়। এর পরে ‘মৌলবাদী লোকজন’ তাঁকে খুনের হুমকি দিচ্ছেন। অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে আইনি পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন ওই বিধায়ক।
আরও পড়ুন:
ঘটনাক্রমে বিজেপি বিধায়ক অসীমের বিরুদ্ধে বসিরহাট থানায় অভিযোগ দায়ের রাজ্য কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ-সহ ওই দলের নেতাকর্মীরা। সৌম্যের দাবি, ‘‘অবিলম্বে বিধানসভার বিধায়ক পদ খারিজ করতে হবে ওঁর। পাশাপাশি গ্রেফতার করা হোক বিধায়ককে।’’ তিনি আরও বলেন, ‘‘একটি সম্প্রদায়ের ভাবাবেগকে আঘাত করেছেন উনি। ভারতবর্ষ তথা রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে উস্কানি দিচ্ছেন। অবিলম্বে ওই বিধায়কের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’’ এ ব্যাপারে অসীমের প্রতিক্রিয়া মেলেনি।