Advertisement
০৫ মে ২০২৪

সিআইডি-র মুখে কাইজার

ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগের মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচীর নির্দেশ, ওই সংস্থার অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কোনও অফিসার তদন্ত করবেন।

শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৬ ০২:৫৫
Share: Save:

ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগের মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচীর নির্দেশ, ওই সংস্থার অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কোনও অফিসার তদন্ত করবেন। এক মাসের মধ্যে আদালতে রিপোর্ট পেশ করতে হবে। বিচারপতি বলেন, ‘‘সংগঠিত ভাবে টাকা আদায়ের চেষ্টা হচ্ছে। সরকারের উন্নয়ন কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। তাই প্রশিক্ষিত কোনও তদন্ত সংস্থাকে দিয়ে অভিযোগের তদন্ত করানো দরকার।’’ লালবাবু মোল্লা নামে ভাঙড়ের এক ব্যবসায়ী বছর দেড়েক আগে পুলিশের কাছে অভিযোগ করেন, তিনি সরকারের কয়েকটি উন্নয়ন প্রকল্পের বরাত পেয়েছেন। কাইজার এবং তাঁর দলবল তাঁর কাছে প্রকল্প-পিছু মোটা টাকা তোলা চাইছে। টাকা না-দেওয়ায় প্রায়ই হুমকি দেওয়া হচ্ছে। ভাঙড় থানার পুলিশ কাইজারের বিরুদ্ধে ব্যবস্থা না-নেওয়ায় মামলা করেন লালবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

allegation kaizar ahmed
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE