Advertisement
E-Paper

পুজো উদ্বোধনে মমতার কেন্দ্রের লাগোয়া এলাকায় যেতে পারেন শাহ, শুক্র-সফরে তিনটি মণ্ডপ উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

বিজেপি নেতৃত্বের সর্বোচ্চ স্তরের কেউ একই বছরে কলকাতায় বা বাংলায় এতগুলি পুজোর উদ্বোধন আগে কখনও করেননি। ২০২০ সালে ইজ়েডসিসিতে প্রথম বার দুর্গাপুজোর আয়োজন করেছিল বিজেপি। পরের বছরই ছিল বিধানসভা নির্বাচন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪০
Amit Shah to visit Bengal for Puja inauguration on 26th September possibly, First time may open three Mandaps in a single year

পুজো উদ্বোধন করতে শুক্রবার শহরে আসছেন অমিত শাহ। —ফাইল চিত্র।

পিছিয়ে গেল সফরের তারিখ। ২২ বা ২৩ সেপ্টেম্বর নয়, পুজো উদ্বোধন করতে আগামী শুক্রবার, ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ‘পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চ’ আয়োজিত (বকলমে রাজ্য বিজেপির উদ্যোগে) বিধাননগরের ‘পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রে’ (ইজ়েডসিসি) যে দুর্গাপুজোর আয়োজন হচ্ছে, সেটির উদ্বোধন তাঁরই করার কথা। বিজেপির একটি সূত্রের দাবি, কলকাতায় আরও দু’টি মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারেন শাহ। একটি উত্তর কলকাতায়। অন্যটি দক্ষিণ কলকাতায়। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চূড়ান্ত সফরসূচি হাতে না-পাওয়া পর্যন্ত এ বিষয়ে মুখ খুলতে চাইছেন না বিজেপি নেতৃত্ব।

গত বিধানসভা ভোটের আগে ২০২০ সালে ইজ়েডসিসি-তে প্রথম বার দুর্গাপুজোর আয়োজন করেছিল বিজেপি। পরের বছর বিধানসভা নির্বাচন থাকায় সে পুজোর আয়োজন সাড়ম্বরে হয়েছিল। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই পুজো উদ্বোধন করেছিলেন। তার পরে ২০২৩ সালে শাহ কলকাতায় এসে দুর্গোৎসবের উদ্বোধন করেছিলেন। তবে সে বছর ইজ়েডসিসি-তে নয়, উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়্যারের (লেবুতলা পার্ক) পুজোর উদ্বোধন করেছিলেন তিনি। যার উদ্যোক্তা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। সেটি ছিল লোকসভা নির্বাচনের আগের বছর। ঘটনাচক্রে, আবার বিধানসভা নির্বাচনের আগের বছরেই কলকাতায় পুজো উদ্বোধনে আসছেন শাহ। তবে এ বছর একটির বদলে তিনটি মণ্ডপের উদ্বোধন তাঁর হাতে হওয়ার কথা।

লেবুতলা পার্ক এবং ইজ়েডসিসি-র পুজোর উদ্বোধন শাহ করবেন বলে আগেই বিজেপি সূত্রে জানা গিয়েছিল। তবে এখন জানা যাচ্ছে, দক্ষিণ কলকাতার একটি মণ্ডপেও যেতে পারেন শাহ। সেটি কোন মণ্ডপ বা কোন পুজো কমিটি, সে সম্পর্কে বিজেপি কিছু জানায়নি। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুর লাগোয়া এলাকার পুজো উদ্বোধনে শাহ যেতে পারেন বলে বিজেপি সূত্রে আভাস দেওয়া হয়েছে। শাহের যে পুজোগুলি উদ্বোধন করার কথা, তার মধ্যে সবচেয়ে ‘প্রতিষ্ঠিত’ পুজো সজলেরই। শাহের উদ্বোধনের আগেই দর্শনার্থীদের জন্য মণ্ডপ খুলে দেওয়া হচ্ছে সেই পুজোয়। তবে প্রদীপ জ্বালিয়ে ‘আনুষ্ঠানিক উদ্বোধন’ শুক্রবারেই হবে।

Durga Puja Inauguration Kolkata Durga Puja Amit Shah West Bengal Politics
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy