Advertisement
E-Paper

সেপ্টেম্বরে তিন দিন রাজ্যে অমিত শাহ

এর আগে এপ্রিলে ৩ দিনের জন্য পশ্চিমবঙ্গে এসেছিলেন অমিত। সে বার তিনি উত্তরবঙ্গের নকশালবাড়ি, চেতলার একটি বস্তি এবং রাজারহাটে দলিত ও নিম্নবিত্ত মানুষের বাড়িতে খেয়ে দলীয় কর্মীদের হাতে-কলমে জনসংযোগ শিখিয়েছিলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৭ ০৩:২৮
অমিত শাহ।

অমিত শাহ।

৯০ দিনের ভারত সফরে দ্বিতীয় বার পশ্চিমবঙ্গে আসছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শুক্রবার জানান, আগামী ১০, ১১ এবং ১২ সেপ্টেম্বর অমিত এ রাজ্যে থাকবেন। কলকাতায় পোর্ট ট্রাস্টের অতিথিশালায় তাঁর ওঠার কথা।

এর আগে এপ্রিলে ৩ দিনের জন্য পশ্চিমবঙ্গে এসেছিলেন অমিত। সে বার তিনি উত্তরবঙ্গের নকশালবাড়ি, চেতলার একটি বস্তি এবং রাজারহাটে দলিত ও নিম্নবিত্ত মানুষের বাড়িতে খেয়ে দলীয় কর্মীদের হাতে-কলমে জনসংযোগ শিখিয়েছিলেন। বিশিষ্ট নাগরিকদের নিয়ে সম্মেলনও করেছিলেন। কিন্তু সেপ্টেম্বরের সফরে অমিতের কর্মসূচি সাংগঠনিক নেতা-কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। খাবেনও দলেরই সাধারণ কর্মীদের বাড়ি। এই দফায় দলের রাজ্য, জেলা, ব্লক স্তর এবং মোর্চা ও সেল নেতৃত্বের সঙ্গে বৈঠক করে কাজের অগ্রগতির হিসাব নেবেন অমিত। তবে এ বারও বিশিষ্ট নাগরিকদের নিয়ে তাঁর সম্মেলনের বন্দোবস্ত করছে বিজেপি।

আরও পড়ুন: সাংবাদিকদের মার, দাঁড়িয়ে দেখল পুলিশ

দলীয় সূত্রের ব্যাখ্যা, কেন্দ্রীয় নেতৃত্ব আগামী লোকসভা নির্বাচনে এ রাজ্য-সহ পূর্বাঞ্চলে প্রচুর সংখ্যক আসন জিততে মরিয়া। কারণ, তাঁরা মনে করছেন, বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে আগামী লোকসভা ভোটে আসন বাড়ার সম্ভাবনা কম। বরং, মানুষের প্রতিষ্ঠান বিরোধী মানসিকতার ফলে ওই রাজ্যগুলিতে দলের ভোট কিছু কমতেও পারে। এই প্রেক্ষিতে এ রাজ্য থেকে অন্তত ২২টি আসন নিশ্চিত করতে অর্জুন রাম মেঘওয়াল, মনোজ সিংহ, জগৎপ্রকাশ নাড্ডা, কৈলাস বিজয়বর্গীয়, রাহুল সিংহ এবং দিলীপবাবুকে দায়িত্ব দিয়েছেন অমিত। সেপ্টেম্বরের সফরে সে বিষয়েও তিনি আলোচনা করবেন।

পুজোর আগে যেমন অমিত আসছেন, তেমনই ৩ অক্টোবর কলকাতায় থাকবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবত। ওই দিন মহাজাতি সদনে সিস্টার নিবেদিতার ১৫০ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর।

এ দিকে, উদয় মাহুরকরের লেখা নরেন্দ্র মোদী সরকারের মূল্যায়ন সংক্রান্ত একটি বই ‘মার্চিং উইথ এ বিলিয়ন’ এ দিনই প্রকাশিত হয়েছে মহাজাতি সদনের অ্যানেক্স হলে। ওই বই প্রকাশের অনুষ্ঠানে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী মোদী সম্পর্কে বলেন, ‘‘নেতারা স্বপ্ন দেখান। কিন্তু ঘুম ভাঙলে স্বপ্ন উধাও হয়ে যায়। কিন্তু উনি এমন ব্যক্তি, যিনি দিনে স্বপ্ন দেখান ও দিনেই তা সাকার করেন।’’

Amit Shah BJP Bengal অমিত শাহ বিজেপি West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy