Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Kali Puja

Kali Puja: কালীপুজোর রাতে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য বিশেষ মেট্রো, ঘোষণা রেলের

মেট্রোরেলের এক আধিকারিক জানিয়েছেন, কালীপুজোর কথা মাথায় রেখেই বিশেষ মেট্রোটি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কালীপুজোর দিনে দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য বিশেষ মেট্রো চালাবে রেল।

কালীপুজোর দিনে দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য বিশেষ মেট্রো চালাবে রেল। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ১৫:৫৫
Share: Save:

কালীপুজোর রাতে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য বিশেষ মেট্রো চালানোর কথা ঘোষণা করলেন কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। আগামী বৃহস্পতিবার শ্যামাপুজো। সেই উপলক্ষে বেশিরভাগ অনেকেই যেতে চান কালীঘাট কিংবা দক্ষিণেশ্বরে। উত্তর ও দক্ষিণ কলকাতা থেকে সরাসরি কালীঘাটে আসার ব্যবস্থা থাকলেও রাতের দক্ষিণেশ্বরে পৌঁছনোর ব্যবস্থা তেমন ভাল নয়। সে কথা মাথায় রেখে ওইদিন রাতে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত একটি অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। নিজেদের এমন উদ্যোগ প্রসঙ্গে মেট্রো রেলের এক আধিকারিক জানিয়েছেন, কালীপুজোর কথা মাথায় রেখেই বিশেষ মেট্রোটি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী বৃহস্পতিবার রাত ১০টায় কবি সুভাষ থেকে একটি বিশেষ মেট্রো যাবে দক্ষিণেশ্বরের উদ্দেশে। ওই বিশেষ মেট্রোটি দক্ষিণেশ্বরে পৌঁছবে ১১টা বেজে তিন মিনিটে। যদিও, অন্যান্য সাধারণ দিনের তুলনায় সেদিন কম মেট্রোচলবে। ২৬৬টির বদলে ওইদিন ২১৫টি মেট্রো চলবে। আপে ১০৮টি। ডাউনে ১০৭টি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE