Advertisement
E-Paper

বৃহদন্ত্রের সমস্যায় হাসপাতালে অনুব্রত, আজ কোলনোস্কোপি

হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার ভর্তির পর থেকে কোলনোস্কোপির জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যান্য ওষুধও দেওয়া হচ্ছে অনুব্রত মণ্ডলকে। শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ কোলনোস্কোপি করা হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৮ ০০:৫৬
বৃহদন্ত্রের সমস্যায় এসএসকেএম হাসপাতালে ভর্তি অুব্রত মণ্ডল। —ফাইল ছবি

বৃহদন্ত্রের সমস্যায় এসএসকেএম হাসপাতালে ভর্তি অুব্রত মণ্ডল। —ফাইল ছবি

বৃহদন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন অনুব্রত মণ্ডল। কলকাতার এসএসকেএম হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে খবর, শনিবার সকালে তাঁর কোলনোস্কপি করা হবে। গুরুতর কোনও সমস্যা না হলে কোলনোস্কপির পর অনুব্রতকে ছেড়ে দেওয়া হতে পারে।

অনুব্রতর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই বৃহদন্ত্রের সমস্যায় ভুগছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। চিকিৎসাও চলছিল। কিন্তু, বার বার প্রায় একই রকম সমস্যা ফিরে আসছে। চিকিৎসকেরা তাই কোলনস্কোপি করার সিদ্ধান্ত নেন। এই পরীক্ষা করে চিকিৎসকরা দেখতে চান, সংক্রমণ অন্যও কোথাও ছড়িয়েছে কি না। এই কারণেই শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছেন অনুব্রত।

হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার ভর্তির পর থেকে কোলনোস্কোপির জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যান্য ওষুধও দেওয়া হচ্ছে অনুব্রত মণ্ডলকে। শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ কোলনোস্কোপি করা হবে।

বোলপুরের বিধায়ক ও অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানিয়েছেন, উদ্বেগের কিছু নেই। কোলনোস্কোপি করার পর শনিবারই অনুব্রত মণ্ডলকে ছেড়ে দেওয়া হবে বলে হাসপাতাল থেকে তাঁদের জানানো হয়েছে।

Anubrata Mandal SSKM Hospital Colonoscopy Chandranath Singha
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy