Advertisement
২২ মার্চ ২০২৩
State news

মুকুলের হাত ধরে ‘ভাইপো’ বিজেপিতে, অনুব্রত বললেন ‘চিনিই না, পাগল সব’

শুক্রবার মুকুল রায়ের হাত ধরে বেশ কিছু কর্মী সমর্থক বিজেপিতে যোগ দেন।

অনুব্রত মণ্ডল এবং মুকুল রায়। —ফাইল চিত্র।

অনুব্রত মণ্ডল এবং মুকুল রায়। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৯ ১৫:৫২
Share: Save:

ভাইপো নিয়ে চাপানউতোর! বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা, জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের ‘ভাইপো’কে নিয়ে চাপানউতোর শুরু হয়েছে রাজ্যের বিজেপি-তৃণমূলে।

Advertisement

শুক্রবার মুকুল রায়ের হাত ধরে বেশ কিছু কর্মী সমর্থক বিজেপিতে যোগ দেন। তাঁদের মধ্যে এক জন ছিলেন বিশ্বরূপ মণ্ডল ওরফে টাইগার। মুকুল রায়ের দাবি, এই বিশ্বরূপই হলেন অনুব্রত মণ্ডলের ভাইপো।

কিন্তু বিশ্বরূপকে নিজের ভাইপো বলে অস্বীকার করেছেন অনুব্রত। আনন্দবাজারকে তিনি জানান, বিশ্বরূপ নামে তাঁর কোনও ভাইপো নেই। সঙ্গে যোগ করে দেন, ‘‘ওদের (বিজেপির) মাথা খারাপ হয়ে গিয়েছে। ওরা পাগল। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়।’’

বিজেপির পতাকা হাতে তুলে নিচ্ছেন বিশ্বরূপ মণ্ডল। —নিজস্ব চিত্র।

Advertisement

আরও পড়ুন: ঘরে ঘরে আসছে মোদীর ‘চিঠি’! ১৫ কোটি খরচে নির্বাচনী ‘গিমিক’, তোপ বিরোধীদের

মুকুলের দাবি কতটা অমূলক তা বোঝাতে নিজের পরিবারের তালিকাও তুলে ধরেন তিনি। অনুব্রত জানান, পরিবারে তাঁর নিজের একটি কন্যাসন্তান রয়েছে। তাঁর ভাইয়েরও একটি কন্যাসন্তান রয়েছে। শুধুমাত্র তাঁর দাদার একটি ছেলে রয়েছে। বোলপুরে তাঁর বাড়ির পাশেই দাদার বাড়ি। কিন্তু সেই ভাইপোর এখনও রাজনীতিতে আসার বয়স হয়নি।

আরও পড়ুন: ভুবনেশ্বর আদালতে শ্রীকান্ত, ২৪ কোটির খোঁজে গভীর রাতেও টানা জেরা

তা হলে বিশ্বরূপ কে?

অনুব্রতের সাফ জবাব, ‘‘এই নামে আমি কাউকে চিনিই না।’’

(এই খবরটি প্রথম প্রকাশের সময় ভুলবশত ‘মুকুলের হাত ধরে ‘ভাইপো’ তৃণমূলে’ যোগ দিলেন লেখা হয়েছিল। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.