Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Anubrata Mandal

কেষ্টর ঠিকানা এ বার তিহাড়! জেল হেফাজতে পাঠাল দিল্লির আদালত, ওখানেই সঙ্গী সহগল

দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত অনুব্রত মণ্ডলকে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দেওয়ার নির্দেশ দিয়েছে। ৩ এপ্রিল, পরবর্তী শুনানির দিন আদালতে হাজির করানো হবে তৃণমূল নেতাকে।

image of anubrata mandal

গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রতকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠাল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। — ফাইল ছবি।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২১ মার্চ ২০২৩ ১৬:০৯
Share: Save:

আপাতত তিহাড়ই ঠিকানা অনুব্রত মণ্ডলের। গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রতকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠাল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। পাশাপাশি, অনুব্রতকে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। পরবর্তী শুনানি ৩ এপ্রিল। সে দিন আদালতে হাজির করানো হবে বীরভূমের তৃণমূল নেতাকে।

তিহাড় জেলে এখন রয়েছেন অনুব্রতের প্রাক্তন দেহরক্ষী সহগল হোসেন। গরু পাচার মামলায় তাঁকে গত বছর ৯ জুন গ্রেফতার করেছিল ইডি। এর পর তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার আবেদন জানানো হয় আদালতে। আদালতের অনুমতিতে গত ২২ অক্টোবর দিল্লি নিয়ে গিয়ে ইডি সহগলকে দু’দফায় হেফাজতে নিয়ে টানা জেরা করে। পরে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশে তিহাড় জেলে পাঠানো হয় তাঁকে। সেই থেকে তিনি তিহাড়েই। এ বার সেখানে গেলেন অনুব্রতও।

গরু পাচার মামলায় অনুব্রতকে প্রথমে গ্রেফতার করেছিল সিবিআই। পরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি আসানসোল জেলের মধ্যে অনুব্রতকে গ্রেফতার করে। পরে রাউস অ্যাভিনিউ কোর্ট তাঁকে দিল্লিতে হাজির করানোর পরোয়ানা জারি করেছিল, যাতে ইডি অনুব্রতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। ওই পরোয়ানার বিরুদ্ধে এবং রাউস অ্যাভিনিউ কোর্টের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে আগেই অনুব্রত দিল্লি হাই কোর্টে মামলা করেন। ইডি তাঁকে গ্রেফতারের পরে কারণ জানিয়ে কোনও নথি দেয়নি বলে অভিযোগ করে মামলা করা হয়। এই সব ক’টি অভিযোগের প্রেক্ষিতে দিল্লি হাই কোর্ট ইডির বক্তব্য জানতে চেয়ে নোটিস জারি করে।

গত ৮ ফেব্রুয়ারি অনুব্রতের আবেদনের ভিত্তিতে মামলার শুনানি ছিল দিল্লি হাই কোর্টে। কিন্তু ওই দিন শুনানি হয়নি। এক মাস পিছিয়ে গিয়ে ১৭ মার্চ শুনানির দিন ধার্য হয়েছিল। সেই শুনানিও পিছিয়ে যায়। মঙ্গলবারের জেল হেফাজতের নির্দেশের ফলে অনুব্রতের নতুন ঠিকানা তিহাড় জেল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Anubrata Mandal Jail Custody tihar ED CBI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE