Advertisement
E-Paper

নতুন সিপি অনুজ, রাজীব সিআইডিতে

প্রশাসনিক মহলের আলোচনায় অবশ্য রাজীবের প্রস্থানের সঙ্গে বেআইনি অর্থলগ্নি সংস্থার তদন্তে সিবিআইয়ের তৎপরতার প্রসঙ্গও উঠছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৫৫
পুলিশ কমিশনার অনুজ শর্মা।

পুলিশ কমিশনার অনুজ শর্মা।

কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন অনুজ শর্মা। সদ্য প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার গেলেন সিআইডি-র প্রধান হয়ে। মঙ্গলবার নবান্ন থেকে এই নির্দেশ জারি হয়। তাতে কলকাতার সিপি-সহ ১৪ জন আইপিএস-কে বদলি করা হয়েছে। নবান্নের বক্তব্য, নির্বাচন কমিশনের নির্দেশে এই বদলি করতেই হত। আগামী কাল, বুধবারের মধ্যে এই নির্দেশ কার্যকর করে ২৫ ফেব্রুয়ারি কমিশনকে জানিয়ে দেওয়া হবে।

প্রশাসনিক মহলের আলোচনায় অবশ্য রাজীবের প্রস্থানের সঙ্গে বেআইনি অর্থলগ্নি সংস্থার তদন্তে সিবিআইয়ের তৎপরতার প্রসঙ্গও উঠছে। অনেকের মতে, রাজীবকে ভবিষ্যতেও হয়তো সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হতে পারে। সে ক্ষেত্রে পুলিশের গৌরব ক্ষুণ্ণ হত বলেই তাঁদের অভিমত।

তবে রদবদলেও রাজীবের গুরুত্ব যথেষ্ট রইল বলেই মনে করা হচ্ছে। কারণ, সিআইডি-র হাতেই এখন কৈলাস বিজয়বর্গীয়, রূপা গঙ্গোপাধ্যায়, শিবপ্রকাশ-সহ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্তভার রয়েছে। সিআইডি-র এডিজি হিসেবে রাজীবই এখন সেই সব মামলা দেখভাল করবেন।

এ দিকে, অনুজ শর্মার নিয়োগ নিয়েও গুঞ্জন শুরু হয়েছে। কারণ, গত ৩ ফেব্রুয়ারি সিবিআইয়ের দল সিপি-র বাড়িতে হানা দিলে সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেখান থেকে ধর্মতলায় গিয়ে ধর্নায় বসেন তিনি। তখন তাঁর পাশে অন্য অফিসারদের মধ্যে অনুজও ছিলেন। এতে অসন্তুষ্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অনুজদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করতে বলে চিঠি পাঠিয়েছে। যদিও নবান্নের দাবি, কোনও পুলিশ
অফিসার ধর্নায় বসেননি। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য তাঁরা সেখানে হাজির ছিলেন মাত্র।
কলকাতার সিপি ছাড়াও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদে এ দিন নতুন মুখ এনেছে নবান্ন। তাঁরাই আসন্ন লোকসভা নির্বাচন পরিচালনা করবেন। সিদ্ধিনাথ গুপ্ত হয়েছেন নতুন এডিজি (আইনশৃঙ্খলা)। তিনিই হবেন নির্বাচন পরিচালনার জন্য রাজ্যের তরফে নোডাল অফিসার। রাজ্যের নতুন গোয়েন্দাপ্রধান হয়েছেন নীরজ কুমার সিংহ। হাওড়ার পুলিশ কমিশনার হয়েছেন বিশাল গর্গ। বারুইপুর পুলিশ জেলার সুপার হয়েছেন রশিদ মুনির খান।

Police Anuj Sharma Rajeev Kumar Kolkata Police CBI
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy