Advertisement
২৪ এপ্রিল ২০২৪
BJP

গঙ্গাজলে শাহর সভার মাঠ-শুদ্ধি অনুপমের, কটাক্ষ অনুব্রতর

ডাকবাংলো মাঠে ইতিমধ্যেই অমিতের সভার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তার মধ্যেই শুক্রবার বোলপুরে আসেন অনুপম। কলকাতা থেকে সঙ্গে নিয়ে আসেন গঙ্গাজল।

মাঠ 'শুদ্ধ' করা নিয়ে বিতর্ক। - ফাইল চিত্র

মাঠ 'শুদ্ধ' করা নিয়ে বিতর্ক। - ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০ ২১:২৮
Share: Save:

রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সমাবেশ বোলপুরের ডাকবাংলো মাঠে। তার আগে শুক্রবার সেই মাঠ গঙ্গাজল দিয়ে ‘শুদ্ধ’ করলেন বিজেপি সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। তাঁর দাবি, তৃণমূলের ছোঁয়ায় এই মাঠ অপবিত্র। তাই শুদ্ধিকরণের দরকার ছিল। এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর প্রশ্ন, জেলা পরিষদের মাঠ নেওয়ার কী দরকার ছিল বিজেপির?

ডাকবাংলো মাঠে ইতিমধ্যেই অমিতের সভার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তার মধ্যেই শুক্রবার বোলপুরে আসেন অনুপম। কলকাতা থেকে সঙ্গে নিয়ে আসেন গঙ্গাজল। তাতেই হয় মাঠ শুদ্ধিকরণ। স্থানীয় হনুমান মন্দিরে পুজোও দেন অনুপম। পরে তিনি বলেন, "আমাদের দলের চাণক্য আসছেন বোলপুর শহরে। আমি চাই না কোনও অপবিত্র মাটিতে পা রেখে উনি যাত্রা শুরু করুন। সেই কারণেই আমি মাঠ শুদ্ধিকরণ করলাম। আগে এই মাঠে তৃণমূলের অনেক অনুষ্ঠান হয়েছে। তাই এটা অপবিত্র বলেই আমার মনে হয়।"

অনুপমের এই মন্তব্যকে কটাক্ষ করে শুক্রবার অনুব্রত বলেন, ''যত সব ফালতু কাজ। এতোই যখন বিচার তখন জেলা পরিষদের মাঠ নিতে গেল কেন‌?"

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Anupam Hazra Amit Shah BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE