কেন্দ্রীয় সরকার এবং ছত্তীসগঢ় রাজ্য সরকার ‘মাওবাদী মুক্ত ভারত’ গড়ার নামে গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ তুলে বৃহস্পতিবার কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করল এপিডিআর, পিডিএসএফ, ইফটু, আইএসইউ, সংগ্রামী কৃষক মঞ্চ-সহ বিভিন্ন সংগঠন। এপিডিআর-এর সাধারণ সম্পাদক রঞ্জিত শূরের বক্তব্য, “গণহত্যা বন্ধ এবং জনজাতিদের কাছ থেকে জল-জঙ্গল-জমি কেড়ে নেওয়ার বিরুদ্ধে এই মিছিল।” সেই সঙ্গে বিজেপি-বিরোধী বিভিন্ন দলের ‘নীরবতা’রও সমালোচনা করেছেন আন্দোলনকারীরা। মিছিল শেষে হয়েছে প্রতিবাদ-সভাও।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)