Advertisement
E-Paper

২৭শে ধর্মঘটে বাধা  না দেওয়ার আহ্বান

এ রাজ্যে বামফ্রন্ট, নানা বামপন্থী দল ও বিভিন্ন গণসংগঠন সেই ধর্মঘটকে সমর্থন করছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ ০৮:২৭
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংযুক্ত কিষাণ মোর্চার ডাকা আগামী ২৭ সেপ্টেম্বরের ধর্মঘট এ রাজ্যে ‘সফল’ করার জন্য আহ্বান জানানো হল কৃষক সংগ্রাম সমন্বয় কমিটির কনভেনশন থেকে। বিভিন্ন কৃষক সংগঠন ও মঞ্চকে নিয়ে গঠিত ওই সমন্বয় কমিটির রাজ্য নেতৃত্ব পশ্চিমবঙ্গ সরকারের কাছেও আবেদন জানিয়েছেন, মোদী সরকারের বিরুদ্ধে কৃষক জনগণের ডাকা ওই ধর্মঘটে যেন কোনও বাধা সৃষ্টি না করা হয়। কেন্দ্রীয় সরকারের কৃষি আইন এবং বিদ্যুৎ (সংশোধনী) বিল বাতিলের দাবিতে ২৭শে ধর্মঘটের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। এ রাজ্যে বামফ্রন্ট, নানা বামপন্থী দল ও বিভিন্ন গণসংগঠন সেই ধর্মঘটকে সমর্থন করছে। কৃষ্ণপদ মেমোরিয়াল হলে শুক্রবার কনভেনশনে অংশগ্রহণ করেছিলেন সিটু, এআইটিইউসি, এআইসিসিটিইউ, ইউটিইউসি-র মতো ট্রেড ইউনিয়ন ও অন্যান্য সংগঠনের প্রতিনিধিরা। কৃষক সংগঠনগুলির তরফে ছিলেন সঞ্জয় পূততুণ্ড, কার্তিক পাল, অভীক সাহা, তুষার ঘোষ, হরিপদ বিশ্বাস, প্রদীপ সিংহ ঠাকুর, সুশান্ত ঝা, অজিত মুখোপাধ্যায়েরা।

Mamata Banerjee CPIM
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy