Advertisement
১৬ জুন ২০২৪
Strike

লেখক, শিল্পীদের আহ্বান

লেখক, শিল্পী ও বিদ্বজ্জনেরাও এই সময়ে উদাসীন থাকতে পারেন না বলে উল্লেখ করে ‘সর্ব স্তরের সংস্কৃতিজনদের’ ধর্মঘটের সমর্থনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পবিত্রবাবুরা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২০ ০৬:২৯
Share: Save:

আগামী ২৬ নভেম্বরের সাধারণ ধর্মঘটের সমর্থনে সংস্কৃতি জগৎকে এগিয়ে আসার জন্য আবেদন জানাল পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক, শিল্পী সঙ্ঘ। সংগঠনের তরফে সভাপতি পবিত্র সরকার এবং সাধারণ সম্পাদক রজত বন্দ্যোপাধ্যায় শুক্রবার বিবৃতি দিয়ে বলেছেন, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, ভারতের জনগণ এক গভীর সঙ্কটের মধ্যে দিয়ে চলেছেন। এক দিকে সাম্প্রদায়িক বাতাবরণ সৃষ্টি করা হচ্ছে। অন্য দিকে, অতিমারির সুযোগে কৃষি, কৃষক ও শ্রমজীবী মানুষের উপরে পরিকল্পিত আক্রমণ চলছে, যা সম্প্রসারিত হচ্ছে জ্ঞান ও সংস্কৃতির জগতে’। শ্রমিক সংগঠনগুলির ডাকা ধর্মঘটে পাশে দাঁড়িয়েছে বিভিন্ন কৃষক সংগঠন। লেখক, শিল্পী ও বিদ্বজ্জনেরাও এই সময়ে উদাসীন থাকতে পারেন না বলে উল্লেখ করে ‘সর্ব স্তরের সংস্কৃতিজনদের’ ধর্মঘটের সমর্থনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পবিত্রবাবুরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Strike
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE