Advertisement
E-Paper

পুজোয় সরকারি টাকা কেন, আবেদন প্রধান বিচারপতিকে

আরএসপি নেতা অশোকবাবু প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে যুক্তি দিয়েছেন, কোনও ধর্মীয় উৎসবের আয়োজনে সরকারি অর্থ দেওয়া সংবিধানে বর্ণিত ধর্মনিরপেক্ষ রাষ্ট্রকাঠামোকে লঙ্ঘন করে

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮ ০৫:৩২

দুর্গাপুজো আয়োজনে কেন সরকারি টাকা খরচ করা হবে, তা নিয়ে প্রশ্ন এ বার পৌঁছল আদালতের দোরগোড়ায়। মুখ্যমন্ত্রীর ওই ঘোষণা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন ইউটিইউসি-র সাধারণ সম্পাদক অশোক ঘোষ। ওই চিঠির ভিত্তিতেই জনস্বার্থ মামলা গ্রহণ করার জন্য প্রধান বিচারপতিতে আবেদন জানিয়েছেন তিনি। একই দিনে রানি রাসমণি অ্যাভিনিউয়ে সমাবেশ করে সিপিআইয়ের শ্রমিক সংগঠন এআইটিইউসি-র সাধারণ সম্পাদক অমরজিৎ কউর, রাজ্য সম্পাদক উজ্জ্বল চৌধুরীরা অভিযোগ করেছেন, শ্রমিক তথা সাধারণ মানুষের স্বার্থ মোদী বা দিদি— কোনও সরকারের কাছেই অগ্রাধিকার নয়। শ্রমিকদের ন্যায্য পাওনা আটকে রয়েছে অথচ এ রাজ্যে পুজোয় সরকারি টাকা দেওয়া হচ্ছে বলে সরব হয়েছেন তাঁরাও।

আরএসপি নেতা অশোকবাবু প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে যুক্তি দিয়েছেন, কোনও ধর্মীয় উৎসবের আয়োজনে সরকারি অর্থ দেওয়া সংবিধানে বর্ণিত ধর্মনিরপেক্ষ রাষ্ট্রকাঠামোকে লঙ্ঘন করে। ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক ব্যবস্থায় এমন ঘোষণা মেনে নেওয়া যায় না বলে তাঁর বক্তব্য। প্রয়োজনীয় জনস্বার্থের কাজে অর্থ বরাদ্দ না করে ২৮ হাজার পুজো কমিটিকে কেন ২৮ কোটি টাকা দেওয়া হবে, সেই প্রশ্নও তোলা হয়েছে। অশোকবাবুর বক্তব্য, প্রধান বিচারপতি জনস্বার্থের মামলা গ্রহণ করার সম্মতি দিলে রাজ্য সরকারের পুজো-বরাদ্দ ঠেকাতে তাঁরা আইনি হস্তক্ষেপ চাইবেন।

appeal Calcutta High Court
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy